Site icon দৈনিক টার্গেট

কয়রায় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিএনপি নেতা মন্টু

খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় মন্টু বলেন, “সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছেন। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।”

তিনি আরো উল্লেখ করেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা হলেও সমাজের স্বার্থে সাংবাদিকরা নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি সবসময় সংবাদকর্মীদের পাশে ছিল এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাব সভাপতি সদর উদ্দীন আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী এবং কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। এছাড়া জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও মতবিনিময়ে অংশ নেন।

মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা বিএনপি নেতাদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version