ঢাকার আকাশে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলায় আকাশে কখনও আংশিক মেঘলা আবার অস্থায়ীভাবে ঘন মেঘের আবরণ দেখা দিতে পারে। এ সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৯৪ শতাংশ।
শুধু ঢাকা নয়, সারা দেশের আবহাওয়ায়ও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী ও ঢাকার কিছু অংশেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু অঞ্চলে ভারী বর্ষণও হতে পারে।
আগামী কয়েক দিনে দেশের সর্বত্রই দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে।
আজ ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। ফলে সাধারণ মানুষের স্বস্তি মিললেও যাতায়াতে কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে।