দেশব্যাপী “জুলাইসহ সব গণহত্যার বিচার” এবং “জুলাই সনদকে আইনি স্বীকৃতি” প্রদানের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. শামিম উদ্দিন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মো. রুবেল আলী এবং পশ্চিম শাখার সভাপতি রেজোয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান এবং ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ কর্তৃক কথিত নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ জানান, “ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না সব গণহত্যার বিচার সম্পন্ন হয় এবং জুলাই সনদ আইনি স্বীকৃতি পায়।”