মুন্সিগঞ্জের সদর উপজেলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিয়ের অনুষ্ঠানের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে গাড়ি আটকিয়ে নববধূকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনাস্থল রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় বরযাত্রীদের পথে কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে। এর পর তারা নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর বর মুরাদ বেপারী একাই বাড়ি ফিরতে বাধ্য হন।
বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে। বরপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত তারিখে শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়ি নিয়ে আসার জন্য বরযাত্রীরা বের হন।
বরপক্ষের দাবি, বিয়ের দিন খাবার সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সেই উত্তেজনার মধ্যেই ফেরার পথে কয়েকজন পরিচিতিকে কনের ভাই দাবি করে গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে বিষয়টি পরিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে ঘটনার প্রাথমিক খবরে এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।