শীতার্তদের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

মোংলায় শীতার্তদের কম্বল বিতরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
  • ৪৩ বার পঠিত হয়েছে

কনকনে শীত ও ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষদের। শীতের এই কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন দক্ষিণাঞ্চল সেবা সংঘ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। গত ৫ জানুয়ারি সোমবার বিকেলে মিঠাখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল সেবা সংঘের সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আমিন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সমার বাওয়ালী, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, আবু সাইদ হাওলাদার, মোহাম্মদ ফয়সাল শেখ, মিকাইল শেখ, জ্যোতি রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দক্ষিণাঞ্চল সেবা সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, তীব্র শীতের মধ্যে এই সহায়তা তাদের জন্য বড় উপকারে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে মোট ৫০ জন দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

শীতার্তদের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

মোংলায় শীতার্তদের কম্বল বিতরণ

প্রকাশ: ০৯:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬

কনকনে শীত ও ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র ও অসহায় মানুষদের। শীতের এই কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন দক্ষিণাঞ্চল সেবা সংঘ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। গত ৫ জানুয়ারি সোমবার বিকেলে মিঠাখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল সেবা সংঘের সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আমিন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সমার বাওয়ালী, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, আবু সাইদ হাওলাদার, মোহাম্মদ ফয়সাল শেখ, মিকাইল শেখ, জ্যোতি রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দক্ষিণাঞ্চল সেবা সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, তীব্র শীতের মধ্যে এই সহায়তা তাদের জন্য বড় উপকারে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে মোট ৫০ জন দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন