ছয় দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে উপজেলার টিকাদানসহ সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সকাল থেকেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতিতে অংশ নেন স্বাস্থ্য সহকারীরা। এসময় তারা সরকারের কাছে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, রনজিত কুমার ঘোষসহ অন্যরা।
বক্তারা বলেন, বহু বছর ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। প্রশাসনের কাছে বারবার দাবি জানালেও কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়েছেন কর্মবিরতির পথে যেতে। তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
এদিকে কর্মবিরতির কারণে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ মাঠপর্যায়ের অন্যান্য স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। এতে জনস্বাস্থ্য কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।