জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব সিনিয়র সাংবাদিক জনাব শোয়েব রহমানকে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর উত্তর ডিভিশনের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।
Thank you for reading this post, don't forget to subscribe!অনুষ্ঠানে বক্তারা বলেন, শোয়েব রহমান শুধু একজন সাংবাদিক নন, বরং সমাজ পরিবর্তনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সবসময় ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সাথেও সম্পৃক্ত রয়েছেন। তিনি আইউবিয়ান ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, এলিট ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক, বনানী উত্তর ক্লাব ও আর্মি গলফ ক্লাবের সক্রিয় সদস্য এবং শেফিয়ার লিভিং রিয়েলিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসএস-এর চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম। প্রধান আলোচক ছিলেন মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব লায়ন শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী, অর্থ সম্পাদক মুফতি আজিমুদ্দিন আহমেদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন এবং ঢাকা মহানগর জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক রাকিব উদ্দিন রানা।
বক্তারা বলেন, নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে শোয়েব রহমানের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী করবে। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা, পেশার মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।
আলোচনা শেষে আয়োজিত মধ্যাহ্নভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত সবাই নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।