মাদ্রাসার শিক্ষার্থীরাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২৫৯ বার পঠিত হয়েছে

মাদ্রাসা থেকেও এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, দক্ষ আলেম তৈরি হচ্ছে। স্বীকার করতেই হবে আলিয়া মাদ্রাসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আলিয়া মাদ্রাসার ওলামায়ে মাশায়েখ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ নেতা। তিনি প্রতিদিন তাহাজ্জুদ ও ফজরের নামাজের মাধ্যমে দৈনন্দিন কাজ শুরু করেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে সবসময় আন্তরিকতার দৃষ্টিতে দেখেন।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার মতো সমান সুযোগ-সুবিধা দিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ১ হাজার ৮শ মাদ্রাসায় ভবন নির্মাণ করে দিয়েছে সরকার।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার মাধ্যমে সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার। সেই সোনার মানুষ সৃষ্টিতে মাদ্রাসার থেকে বেশি অবদান কেউ রাখতে পারছে না বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দীন আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাহ আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। সঞ্চালনা করেন ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

মাদ্রাসার শিক্ষার্থীরাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০৯:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

মাদ্রাসা থেকেও এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, দক্ষ আলেম তৈরি হচ্ছে। স্বীকার করতেই হবে আলিয়া মাদ্রাসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আলিয়া মাদ্রাসার ওলামায়ে মাশায়েখ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ নেতা। তিনি প্রতিদিন তাহাজ্জুদ ও ফজরের নামাজের মাধ্যমে দৈনন্দিন কাজ শুরু করেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে সবসময় আন্তরিকতার দৃষ্টিতে দেখেন।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার মতো সমান সুযোগ-সুবিধা দিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ১ হাজার ৮শ মাদ্রাসায় ভবন নির্মাণ করে দিয়েছে সরকার।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার মাধ্যমে সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার। সেই সোনার মানুষ সৃষ্টিতে মাদ্রাসার থেকে বেশি অবদান কেউ রাখতে পারছে না বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দীন আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাহ আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। সঞ্চালনা করেন ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন