বাংলার হারিয়ে যাওয়া পুঁথিপাঠকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ডাকসুর বিশেষ আয়োজন

ডাকসুর আয়োজনে ঢাবিতে পুঁথির ছন্দ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে

পুঁথিপাঠের আসর

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

বাংলা সাহিত্যের বিশিষ্ট পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করে এক বিশেষ ‘পুঁথিপাঠের আসর’।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠের ধারা নতুন করে ফুটে ওঠে। বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম শ্রোতাদের মুগ্ধ করেন তাঁদের পরিবেশনায়। এরপর জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে স্বরচিত পুঁথি পাঠ করেন হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী অবলম্বনে মনোমুগ্ধকর পুঁথি পরিবেশন করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। অনুষ্ঠানের প্রধান পুঁথি পাঠক হিসেবে পরিবেশনা করেন প্রখ্যাত পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “পুঁথিপাঠ আমাদের ঐতিহ্যের এক জীবন্ত অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ডাকসু ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান। তিনি বলেন, “আমরা শৈশব থেকেই পুঁথির গল্প শুনে বড় হয়েছি। কিন্তু ধীরে ধীরে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ডাকসুর এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

পুরো আসরে ছাত্রছাত্রী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন উচ্ছ্বাসের সঙ্গে। পুঁথির ছন্দ, ভাষা ও উপস্থাপনা শ্রোতাদের ফিরিয়ে নেয় বাংলার ঐতিহ্যের গভীরে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

বাংলার হারিয়ে যাওয়া পুঁথিপাঠকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ডাকসুর বিশেষ আয়োজন

ডাকসুর আয়োজনে ঢাবিতে পুঁথির ছন্দ

প্রকাশ: ১০:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

বাংলা সাহিত্যের বিশিষ্ট পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করে এক বিশেষ ‘পুঁথিপাঠের আসর’।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠের ধারা নতুন করে ফুটে ওঠে। বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম শ্রোতাদের মুগ্ধ করেন তাঁদের পরিবেশনায়। এরপর জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে স্বরচিত পুঁথি পাঠ করেন হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনী অবলম্বনে মনোমুগ্ধকর পুঁথি পরিবেশন করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। অনুষ্ঠানের প্রধান পুঁথি পাঠক হিসেবে পরিবেশনা করেন প্রখ্যাত পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “পুঁথিপাঠ আমাদের ঐতিহ্যের এক জীবন্ত অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ডাকসু ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান। তিনি বলেন, “আমরা শৈশব থেকেই পুঁথির গল্প শুনে বড় হয়েছি। কিন্তু ধীরে ধীরে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ডাকসুর এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

পুরো আসরে ছাত্রছাত্রী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন উচ্ছ্বাসের সঙ্গে। পুঁথির ছন্দ, ভাষা ও উপস্থাপনা শ্রোতাদের ফিরিয়ে নেয় বাংলার ঐতিহ্যের গভীরে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন