বেশ কিছু বিরতির পর আবারও একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। রাফাত মজুমদার রিংকুর এই নাটকটিতে তারা বেশ আনন্দ নিয়ে কাজ করছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তটিনী বলেন, ঈদের পর এটা আমার প্রথম কাজ। আর ইয়াশ ভাইয়ার, সাথে আমার বেশ কিছুদিন পর কাজ হচ্ছে। কিন্তু নাটকের নামটা এখনো নিশ্চিত করা হয়নি। আমার চত্রিটা হচ্ছে এতিম একটা মেয়ে, মা-বা নেই। মামার কাছে বড় হয়েছে ওই মেয়ের জীবনী নিয়ে দর্শক আমাকে দেখতে পাবেন।
ইয়াশ বলেন, সুন্দর একটি গল্প নিয়ে কাজ করছি আমি ও তটিনী আমাদের পছন্দের একটি কাহিনী। মন দিয়ে কাজ করছি দেখা যায় কি হয়।
রাফাত মজুমদার রিংকু বলেন, নাটকের শুট করছি প্রথম ভালোবাসা। পুরো টিম নিয়ে শুটিং চলছে। গল্প সম্পর্কে বলেন এটা খুবই রোমান্টিক ইমোশনাল প্রেমের গল্প। যখন পোষ্টার ও টেইলর প্রকাশ করা হবে তখন বোঝা যাবে। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।
একটানা কাজ শেষ করে চলতি মাসের শেষের দিকে নাটকটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নির্মাতার।
দৈনিক টার্গেট 























