অনলাইনে জুয়ার একটি পেজে ব্যবহার করা হচ্ছে অভিনেত্রী পূজা চেরির ছবি। বিষয়টি অভিনেত্রীল চোখে পড়তেই তিনি আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ফেসবুকে সতর্কীকরণ একটি স্ট্যাটাস দেন পূজা চেরি। যেখানে অনলাইন জুয়া ও গেইমিং অ্যাপ প্রোমোশনে নিজের ছবি ব্যবহার হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি বৃহস্পতিবার ( ১৫ আগস্ট)।
পূজা চেরি লেখেন, কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যাক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই।
ভক্তদের উদ্দেশ্য করে পূজা আরও লেখেন, আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নিব।
এসব অ্যাপ থেকে প্রতারিত হওয়ার বিষয়েও ভক্তদের সাবধান করেছেন নায়িকা। এ প্রসঙ্গে পূজা লেখেন, আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না। ধন্যবাদ।
প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। ছয় বছর আগে ‘নূরজাহান’-এ অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন পূজা।
দৈনিক টার্গেট 























