আরজু-শিলার ‘গবেট’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৩০১ বার পঠিত হয়েছে

আরজু-শিলা

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কায়েস আরজু। ‘গবেট’ শিরোনামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করবেন শিরিন শিলা। সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৮ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক। আরজু বলেন, গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুখে দাঁড়াও’ ছবির পরিচালক দেবাশীষ দা’র মতো সিনিয়র ডিরেক্টরের সাথে নতুন করে কাজ করতে পারছি। আশা করছি দর্শকরা ভিন্ন কিছু পাবে।’

আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল আই মাল্টি মিডিয়া।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন হলেন- আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিতে গান থাকছে পাঁচটি। গানগুলো কন্ঠ দিয়েছেন আগুন, কনা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

আরজু-শিলার ‘গবেট’

প্রকাশ: ১১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কায়েস আরজু। ‘গবেট’ শিরোনামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করবেন শিরিন শিলা। সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৮ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক। আরজু বলেন, গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুখে দাঁড়াও’ ছবির পরিচালক দেবাশীষ দা’র মতো সিনিয়র ডিরেক্টরের সাথে নতুন করে কাজ করতে পারছি। আশা করছি দর্শকরা ভিন্ন কিছু পাবে।’

আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল আই মাল্টি মিডিয়া।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন হলেন- আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিতে গান থাকছে পাঁচটি। গানগুলো কন্ঠ দিয়েছেন আগুন, কনা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন