তানজিন তিশা চমকে দিলেন ‘পয়জনে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • ২৩৭ বার পঠিত হয়েছে

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম ‘পয়জন’। প্রকাশ্যে এসেছে ফিল্মটির ৪৩ সেকেন্ডের এক টিজার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। টিজারে বিধ্বংসী তিশার ভিন্ন ভিন্ন রূপ দেখা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোরবানির ঈদে দীপ্ত প্লে’তে মুক্তি পাবে ‘পয়জন’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিকে সামনে রেখেই টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

টিজারের শুরুতেই তিশার কণ্ঠে শোনা যায়, ‘একটা নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল নয়, থাকে স্ট্রাগলও!’ এরপর পার্টি কক্ষে ঘটে একের পর এক খুনের ঘটনা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

‘পয়জন’ এর গল্পে দেখা যাবে এক নায়িকার জীবনের গল্প। যেখানে পরপর তিনটি ফ্লপ সিনেমা তার। চার নম্বর সিনেমা সুপারহিট। সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন! নায়িকা রূপা মীর্জা টক অব দ্য শো বিজ।

এই সাকসেস সেলিব্রেট করতে তিনি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন-পর, শত্রু-মিত্র, মুখ-মুখোশ সব যেন এক গোলক ধাঁধা! পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে বাড়তে থাকে রাত। সেই সঙ্গে বাড়তে থাকে লাশের সংখ্যা!

ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, “একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।”

মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’ এ আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, একে আজাদ সেতু, এস এম সোহাগ।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

তানজিন তিশা চমকে দিলেন ‘পয়জনে’

প্রকাশ: ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ওয়েব ফিল্ম ‘পয়জন’। প্রকাশ্যে এসেছে ফিল্মটির ৪৩ সেকেন্ডের এক টিজার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। টিজারে বিধ্বংসী তিশার ভিন্ন ভিন্ন রূপ দেখা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোরবানির ঈদে দীপ্ত প্লে’তে মুক্তি পাবে ‘পয়জন’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিকে সামনে রেখেই টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

টিজারের শুরুতেই তিশার কণ্ঠে শোনা যায়, ‘একটা নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল নয়, থাকে স্ট্রাগলও!’ এরপর পার্টি কক্ষে ঘটে একের পর এক খুনের ঘটনা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

‘পয়জন’ এর গল্পে দেখা যাবে এক নায়িকার জীবনের গল্প। যেখানে পরপর তিনটি ফ্লপ সিনেমা তার। চার নম্বর সিনেমা সুপারহিট। সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন! নায়িকা রূপা মীর্জা টক অব দ্য শো বিজ।

এই সাকসেস সেলিব্রেট করতে তিনি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন-পর, শত্রু-মিত্র, মুখ-মুখোশ সব যেন এক গোলক ধাঁধা! পুরনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে বাড়তে থাকে রাত। সেই সঙ্গে বাড়তে থাকে লাশের সংখ্যা!

ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, “একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।”

মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’ এ আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, একে আজাদ সেতু, এস এম সোহাগ।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন