ওপার বাংলায় একটি সিনেমায় কাজ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শকদের ভালো সাড়াও পাচ্ছে। অথচ সিনেমাটি মুক্তি নিয়ে ছিলো অনিশ্চয়তা। এমনটাই জানালেন অভিনেত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন। উচ্ছসিত তারিন জানান, টালিউডে প্রথম সিনেমাটি হাউজফুল। সিনেমায় অভিনয় প্রসঙ্গে সময়ের সঙ্গে বিশেষ আড্ডায় অংশ নেন তিনি। জানান, জার্নিটা মোটেও সহজ ছিল না।
তারিন অভিনীত সিনেমার নাম ‘এটা আমাদের গল্প’। সামাজিক সিনেমাটির পরিচালক ওপার বাংলার মানসী সিনহা। এতে সামাজিক নানা গল্প উঠে আসার পাশাপাশি দেখানো হয়েছে বাংলাদেশের এক নারীর কলকাতায় বিয়ে হওয়ার পরের সময়।
বাংলাদেশী নারীর চরিত্রেই অভিনয় করেছেন তারিন। সিনেমায় তারিনের চরিত্রের নাম ‘মিসেস বসু’। সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নারী দিবস উপলক্ষে ঢাকায় কয়েকজন নারীকে পুরষ্কিত করা হয়েছিল। পুরষ্কৃত নারীর মধ্যে আমার সঙ্গে মানসী দিও ছিল। সে অনুষ্ঠানেই তার সঙ্গে আমার জানাশোনা। যাবার সময় আমার ফোন নাম্বার নেন তিনি।
তারিন আরও বলেন, এর কিছুদিন পর মানসী দি আমায় ফোন করে সিনেমায় অভিনয়ের কথা বলেন। গল্পটা জানান। স্ক্রিপ্ট পড়ে আমারও কাহিনি ভীষণ পছন্দ হয়। আমরা কাজ শুরু করি।
এরপরই আফসোস করে তারিন বলেন, ‘৪ বছর আগে সিনেমার শুটিং শুরু হয়। মাঝখানে কোভিডের সময় চলে আসে। এরপর সিনেমাটির কাজ বন্ধও হয়ে যায়। ৪ বছর পর আবার সিনেমার কাজ শুরু হবে, সিনেমাটি রিলিজ হবে এমন আশা আমরা সবাই ছেড়ে দিয়েছিলাম। তখনই হালটা ধরেছেন প্রযোজক শুভংকর মিত্র ও সুভাস মেহরা। সিনেমাটিকে মুক্তির আলোয় আনতে একরকম যুদ্ধ করেন পরিচালক মানসীও।’
প্রসঙ্গত, ‘এটা আমাদের গল্প’-এ প্রধান দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। সিনেমায় অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন।
দৈনিক টার্গেট 























