নায়ক হয়ে আসছেন রুপালি পর্দায় মান্নাপুত্র

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ২৯১ বার পঠিত হয়েছে

প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস আসছেন রুপালি পর্দায়। ঢালিউড সিনেমায় নায়ক হয়েই হাজির হবেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি টার্গেটকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। জানা যায়, মান্নাভক্তরা এতোদিন ধরে রুপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম; ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে।

তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম। নায়কের ছেলে নায়করূপেই ফিরতে চান তিনি।

সিয়ামের এ ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে। তবে মান্নাভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রুপালি পর্দায় ধরা দেবেন মান্নাপুত্র, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সিয়াম।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এ প্রসঙ্গে সিয়ামের সঙ্গে কথা হলে টার্গেটকে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, ‘নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

উল্লেখ্য, সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান, রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

নায়ক হয়ে আসছেন রুপালি পর্দায় মান্নাপুত্র

প্রকাশ: ০২:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস আসছেন রুপালি পর্দায়। ঢালিউড সিনেমায় নায়ক হয়েই হাজির হবেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি টার্গেটকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। জানা যায়, মান্নাভক্তরা এতোদিন ধরে রুপালি পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম; ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে।

তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম। নায়কের ছেলে নায়করূপেই ফিরতে চান তিনি।

সিয়ামের এ ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে। তবে মান্নাভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রুপালি পর্দায় ধরা দেবেন মান্নাপুত্র, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সিয়াম।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এ প্রসঙ্গে সিয়ামের সঙ্গে কথা হলে টার্গেটকে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, ‘নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

উল্লেখ্য, সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান, রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন