সম্প্রতি দেশের বাইরে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। আর সেখানেই তিনি ‘পরকীয়া’ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। এ বিষয়ে কোনো সময় না নিয়ে অভিনব উত্তর দেন অভিনেত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া ওই বিশেষ সাক্ষাৎকারে মিথিলা উপস্থাপকের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন। এ খেলায় উপস্থাপক দ্রুত প্রশ্ন করেন আর অতিথিও কোনো সময় না নিয়ে দ্রুত উত্তর দেন।
র্যাপিড ফায়ারে মিথিলাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। যার মধ্যে একটি ছিল ‘পরকীয়া’। এ শব্দ শুনেই মিথিলার দ্রুত উত্তর, এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।
এরপর মিথিলার কাছে জানতে চাওয়া হয় সৃজিত মুখার্জি আর মোশাররফ করিম প্রসঙ্গে। এ প্রশ্নের উত্তরে বেশি কথা না বাড়িয়ে মিথিলা উত্তর দেন, সৃজিত আমার বর আর মোশাররফ করিম শক্তিশালী একজন অভিনেতা।
বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলে, সবার ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে তবে সন্তানের জন্য আমার আর তাহসানের এখনও যোগাযোগ আছে। নিয়মিতই আমাদের ফোনে কথা হয়।
২০০৬ সালে মাত্র ২০ বছর বয়সে মিথিলা তাহসানকে বিয়ে করেন। তাদের সংসারে আসে একমাত্র মেয়ে আয়রা। তবে দীর্ঘ ১১ বছরের সুখের সংসারে ২০১৭ সালে ইতি টানেন এ তারকা দম্পতি। এরপর মিথিলার কাজিন কন্ঠশিল্পী অর্ণবের মাধ্যমে ভারতীয় পরিচালক সৃজিতের সঙ্গে পরিচয় হয় মিথিলার। ২০১৯ সালে ভালোবেসে মিথিলা বিয়ে করেন সৃজিতকে।
দৈনিক টার্গেট 























