বাংলাদেশের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায় এসেছেন তবে এবার অভিনয়ের কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিকে ঘিরে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করলেও, ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে ফারিয়া স্থায়ীভাবে অভিনয়ে নাম লেখান। সেই থেকে ধারাবাহিকভাবে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয়।
সম্প্রতি তিনি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছিলেন। সেখানকার কিছু মুহূর্ত নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেন ফারিয়া। ছবিগুলোতে দেখা যায়, তার পরনে কালো রঙের টি-শার্ট ও ছোট প্যান্ট; মুখে ছিল স্বাভাবিক হাসি ও নির্ভার ভাব।
কিন্তু এই ছবিই তাকে ফেলেছে সমালোচনার ঘূর্ণিতে। পোস্টটি প্রকাশের পর থেকেই ফারিয়ার কমেন্ট সেকশন ভরে উঠেছে নানারকম মন্তব্যে। কেউ প্রশংসা করলেও, বেশ অনেকে সমালোচনার সুরে আক্রমণ করেছেন তাকে।
একজন নেটিজেন লিখেছেন, “দেশে থাকলে এমন পোশাক পরতেন না, ভণ্ডামি ছাড়া কিছু নয়।”
অন্য একজনের মন্তব্য, “আপা দেখি এখন হাফ প্যান্ট পরেন!”
আরও একজন যুক্ত করেন, “এই হলো এদের আসল চেহারা, বাইরে গেলেই নষ্টামি শুরু।”
তবে এসব মন্তব্যে ফারিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। ভক্তদের একাংশ বলছেন, কারও ব্যক্তিগত জীবনে কী পোশাক পরবেন তা তার নিজের ব্যাপার এ নিয়ে নিন্দা নয়, শ্রদ্ধা থাকা উচিত।
অভিনয় জীবনে ফারিয়া এর আগে বহুবার আলোচিত-সমালোচিত হয়েছেন। তবে প্রতিবারই নিজের কাজ ও অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। শ্রীলঙ্কা ভ্রমণ ঘিরে এই বিতর্ক নিয়েও নেটিজেনদের একাংশ মনে করছেন এটি সাময়িক আলোচনার বিষয়, যা দ্রুতই থেমে যাবে।
দৈনিক টার্গেট 























