Site icon দৈনিক টার্গেট

বিয়ে করলেন শবনম ফারিয়া

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায় পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফারিয়ার স্বামী তানজিম তৈয়বের বাড়ি রাজশাহীতে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে তাঁর মনোভাব সবসময় জটিল ছিল। জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে মনে করিয়েছিল, হয়তো আর বিয়ে করবেন না। তবে পরিবারের সিদ্ধান্ত ও সময়ের পরিবর্তনে অবশেষে তিনি নতুন যাত্রা শুরু করার সাহস খুঁজে পান।

এই অনুষ্ঠানে তাঁদের নিকট আত্মীয়রা উপস্থিত থাকলেও ফারিয়ার একমাত্র ননদ দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেননি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ভবিষ্যতে সহকর্মী ও স্বজনদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। অপুর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন তিনি।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version