লালন-বাউল শিল্পী সূচনাকে হত্যার হুম‌কি, অ‌ভি‌যোগ থানায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৪০৯ বার পঠিত হয়েছে

রাজবাড়ী‌তে দে‌শের খ্যাতনামা লালন ও বাউল সংগীতশিল্পী সে‌লিনা আক্তার ওর‌ফে সূচনা শেলীকে (৩০) গু‌লি ক‌রে হত্যার হুম‌কির অ‌ভি‌যোগ উঠে‌ছে সজল ফ‌কির ওর‌ফে সেতু (৩২) না‌মে এক প্রতি‌বেশী বখা‌টের বিরু‌দ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৮ জুলাই) দুপু‌রে বাউল শিল্লী সূচনা শেলী রাজবাড়ী সদর থানায় এ বিষ‌য়ে এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

অ‌ভিযুক্ত সেতু রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের লক্ষী‌কোল এলাকার ইউসুফ ফ‌কি‌রের ছে‌লে।

লালন ও বাউল শিল্পী সেলিনা আক্তার ওর‌ফে সূচনা শেলী রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়নের লক্ষী‌কোল এলাকার মৃত আব্দুল জলিল সরদারের মে‌য়ে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

লিখিত অ‌ভি‌যো‌গে সূচনা শেলী উল্লেখ ক‌রে‌ছেন, সূচনা শেলী একজন লালন ও বাউল সংগীতশিল্পী। যে কারণে মাঝে মধ্যে তা‌কে দেশ ও বিদেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়ির বাইরে থাকতে হয়। বাড়িতে তার মা হাবিরব নেছা (৬৫) বসবাস ক‌রেন। মাঝে মধ্যে তি‌নি বাড়িতে এলে এলাকার ইয়াবা ব্যবসা, উশৃঙ্খল বখাটে, অস্ত্রধারী সন্ত্রাসীসহ নানা অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি সজল ফকির ওরফে সেতু তার বাড়িতে বিনা অনুম‌তি‌তে প্রবেশ করে।

তি‌নি ও তার পরিবারের সদস্যরা নিষেধ করায় ইতোপূর্বে দুইবার তা‌দের সঙ্গে খারাপ আচরণ এবং মারপিট করার চেষ্টা ক‌রে সেতু। রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে সেতু তাদের বাড়িতে ঢোকে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল করতে থাকে। সে সময় তি‌নি সেতুকে নিষেধ করতেই সে তা‌কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে। সেই সঙ্গে তার শরীরে আঘাত করার চেষ্টা করে এবং তা‌কে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই অবস্থায় তা‌দের চিৎকারের এলাকার লোকজন ছুটে এলে পুনরায় হত‌্যার হুমকি দিয়ে চ‌লে যায় সেতু। ওই ঘটনার পর থেকে তি‌নিসহ তার ছোট বোন সাবিনা আক্তার ও মা হাবিবর নেছা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যার কার‌ণে তি‌নি থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ ইফ‌তেখারুল আলম প্রধান বলেন, এ বিষ‌য়ে লিখিত অ‌ভি‌যোগ পেয়ে‌ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

লালন-বাউল শিল্পী সূচনাকে হত্যার হুম‌কি, অ‌ভি‌যোগ থানায়

প্রকাশ: ০৭:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

রাজবাড়ী‌তে দে‌শের খ্যাতনামা লালন ও বাউল সংগীতশিল্পী সে‌লিনা আক্তার ওর‌ফে সূচনা শেলীকে (৩০) গু‌লি ক‌রে হত্যার হুম‌কির অ‌ভি‌যোগ উঠে‌ছে সজল ফ‌কির ওর‌ফে সেতু (৩২) না‌মে এক প্রতি‌বেশী বখা‌টের বিরু‌দ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৮ জুলাই) দুপু‌রে বাউল শিল্লী সূচনা শেলী রাজবাড়ী সদর থানায় এ বিষ‌য়ে এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

অ‌ভিযুক্ত সেতু রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়‌নের লক্ষী‌কোল এলাকার ইউসুফ ফ‌কি‌রের ছে‌লে।

লালন ও বাউল শিল্পী সেলিনা আক্তার ওর‌ফে সূচনা শেলী রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়নের লক্ষী‌কোল এলাকার মৃত আব্দুল জলিল সরদারের মে‌য়ে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

লিখিত অ‌ভি‌যো‌গে সূচনা শেলী উল্লেখ ক‌রে‌ছেন, সূচনা শেলী একজন লালন ও বাউল সংগীতশিল্পী। যে কারণে মাঝে মধ্যে তা‌কে দেশ ও বিদেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়ির বাইরে থাকতে হয়। বাড়িতে তার মা হাবিরব নেছা (৬৫) বসবাস ক‌রেন। মাঝে মধ্যে তি‌নি বাড়িতে এলে এলাকার ইয়াবা ব্যবসা, উশৃঙ্খল বখাটে, অস্ত্রধারী সন্ত্রাসীসহ নানা অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি সজল ফকির ওরফে সেতু তার বাড়িতে বিনা অনুম‌তি‌তে প্রবেশ করে।

তি‌নি ও তার পরিবারের সদস্যরা নিষেধ করায় ইতোপূর্বে দুইবার তা‌দের সঙ্গে খারাপ আচরণ এবং মারপিট করার চেষ্টা ক‌রে সেতু। রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে সেতু তাদের বাড়িতে ঢোকে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল করতে থাকে। সে সময় তি‌নি সেতুকে নিষেধ করতেই সে তা‌কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে। সেই সঙ্গে তার শরীরে আঘাত করার চেষ্টা করে এবং তা‌কে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই অবস্থায় তা‌দের চিৎকারের এলাকার লোকজন ছুটে এলে পুনরায় হত‌্যার হুমকি দিয়ে চ‌লে যায় সেতু। ওই ঘটনার পর থেকে তি‌নিসহ তার ছোট বোন সাবিনা আক্তার ও মা হাবিবর নেছা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যার কার‌ণে তি‌নি থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ ইফ‌তেখারুল আলম প্রধান বলেন, এ বিষ‌য়ে লিখিত অ‌ভি‌যোগ পেয়ে‌ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন