শাকিবের ‘প্রিয়তমা’র বিয়ে, জানালেন বরের নাম!

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২২০ বার পঠিত হয়েছে

শাকিব খানের ‘প্রিয়তমা’ শুনলেই ভেসে ওঠে কলকাতার ইধিকা পালের নাম। কারণ দুই বাংলাতেই ইধিকা এখন পরিচিত প্রিয়তমা নামেই। তিনি অবশ্য এই নাম শুনতে বেশ পছন্দও করেন। এবার কনে বেশে দেখা গেল নায়িকাকে। তাহলে কি বিয়ে করছেন শাকিবের ‘প্রিয়তমা’?

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি নববধূর সাজে হাজির হয়ে প্রশ্নের মুখেই ফেলে দিয়েছেন ইধিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কনে সাজে সেই ছবি। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী বিয়ে করেছেন ইধিকা পাল?

টলি অনলাইন নামে পাপারাজ্জিদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার (১৮ মে) নববধূর লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায়, এতো সেজেছেন কেন?

ইধিকা বেশ ফুরফুরে মেজাজেই উত্তর দিলেন, ‘আমার বিয়ে।’ এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন, ‘শিব’। শিব মানে মহাদেব। দেবতার নাম উল্লেখ করেই মজা করে জবাব দেন ইধিকা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

ভিডিওতে গাঢ় মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরা অবস্থায় দেখা গেছে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত নায়িকা।

ইধিকার ভালো লাগার জায়গা বাংলাদেশ। প্রিয়তমা সিনেমার পর তিনবার তিনি বাংলাদেশে এসেছেন। তবে প্রতিবারই খুব কড়া শিডিউল ছিল নায়িকার। ঘুরে বেড়ানোর একদম সময় হয়নি। কিন্তু হাতে কাজ ছাড়া একবার বাংলাদেশ ঘুরে দেখার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইধিকা।

উল্লেখ্য, কলকাতার টেলিপর্দায় কাজ দিয়ে শুরু ইধিকার। বড়পর্দা ভাগ করেছেন বাংলাদেশেই প্রথম। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল প্রিয়তমা সিনেমা। এখন এই নায়িকার দু’হাত ভর্তি কাজ। আগামীতে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে দেখা মিলবে নায়িকার।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

শাকিবের ‘প্রিয়তমা’র বিয়ে, জানালেন বরের নাম!

প্রকাশ: ০৭:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

শাকিব খানের ‘প্রিয়তমা’ শুনলেই ভেসে ওঠে কলকাতার ইধিকা পালের নাম। কারণ দুই বাংলাতেই ইধিকা এখন পরিচিত প্রিয়তমা নামেই। তিনি অবশ্য এই নাম শুনতে বেশ পছন্দও করেন। এবার কনে বেশে দেখা গেল নায়িকাকে। তাহলে কি বিয়ে করছেন শাকিবের ‘প্রিয়তমা’?

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি নববধূর সাজে হাজির হয়ে প্রশ্নের মুখেই ফেলে দিয়েছেন ইধিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ইধিকার কনে সাজে সেই ছবি। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কী বিয়ে করেছেন ইধিকা পাল?

টলি অনলাইন নামে পাপারাজ্জিদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার (১৮ মে) নববধূর লুকে ইধিকার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে নায়িকাকে সাংবাদিকদের প্রশ্ন করতে শোনা যায়, এতো সেজেছেন কেন?

ইধিকা বেশ ফুরফুরে মেজাজেই উত্তর দিলেন, ‘আমার বিয়ে।’ এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন, ‘শিব’। শিব মানে মহাদেব। দেবতার নাম উল্লেখ করেই মজা করে জবাব দেন ইধিকা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

ভিডিওতে গাঢ় মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরা অবস্থায় দেখা গেছে ইধিকার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুক ছিল অভিনেত্রীর। শরীরজুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত নায়িকা।

ইধিকার ভালো লাগার জায়গা বাংলাদেশ। প্রিয়তমা সিনেমার পর তিনবার তিনি বাংলাদেশে এসেছেন। তবে প্রতিবারই খুব কড়া শিডিউল ছিল নায়িকার। ঘুরে বেড়ানোর একদম সময় হয়নি। কিন্তু হাতে কাজ ছাড়া একবার বাংলাদেশ ঘুরে দেখার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইধিকা।

উল্লেখ্য, কলকাতার টেলিপর্দায় কাজ দিয়ে শুরু ইধিকার। বড়পর্দা ভাগ করেছেন বাংলাদেশেই প্রথম। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল প্রিয়তমা সিনেমা। এখন এই নায়িকার দু’হাত ভর্তি কাজ। আগামীতে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে ‘খাদান’ সিনেমায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাতেও শরীফুল রাজের সঙ্গে দেখা মিলবে নায়িকার।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন