বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের অকাল মৃত্যু পরও তার ভক্তদের স্মৃতিতে তিনি চিরস্মরণীয়। কিন্তু যাঁরা জানেন না, সালমানের মৃত্যুর পর তার অসমাপ্ত কিছু ছবিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক অনুষ্ঠানে ডন নিজেই প্রথমবার এ তথ্য প্রকাশ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ডন বলেন, ‘সালমানের সঙ্গে বন্ধুত্বের এক গভীর সম্পর্ক ছিল। এমন সম্পর্কের মধ্যে একধরনের আত্মার সংযোগ তৈরি হয়। বন্ধুত্বের এই সংযোগের কারণে সালমানের অনেক স্বভাব, ভাবনা ও ধরণ আমার মধ্যে চলে এসেছে। এ কারণে আমি তার কণ্ঠের ভয়েস নকল করতে পারতাম।’
ডন আরো জানান, ‘ছবি ‘আনন্দ অশ্রু’-তে ডাবিংয়ের জন্য শিবলী ভাই প্রথমে অনেককেই চেষ্টা করিয়েছিলেন। কিন্তু কেউই মেলে নি। কেউ হয়তো গলায় ভারী বা খুব চিকন হয়ে যাচ্ছিল। কয়েকদিন চেষ্টা করার পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো, আমাকে ট্রাই করা যাক। আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করেছিলাম। সালমানের কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠের মিল এতটাই ছিল যে ছবিটি শেষ পর্যন্ত আমার কণ্ঠেই মুক্তি পায়।’
ডন এও উল্লেখ করেন, ‘প্রথমদিকে আমি চাইনি। কিন্তু পরে ভাবলাম, এটি করি। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরো কণ্ঠ দিয়েছি। তবে আমি শিবলী ভাইকে অনুরোধ করেছিলাম, প্রচার করবেন না যে কণ্ঠটি আমার। তাই এই তথ্য প্রথমবারই আজ মানুষের সামনে এসেছে।’
ডনের কণ্ঠে মুক্তি পাওয়া সালমান শাহর ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আনন্দ অশ্রু’ এবং ‘সত্যের মৃত্যু নেই’। এই গল্পটি শুধু একটি চলচ্চিত্রের ডাবিং প্রক্রিয়ার ঘটনা নয়, বরং দুই প্রখ্যাত অভিনয়শিল্পীর বন্ধুত্ব এবং পারস্পরিক অনুরূপতার এক অনন্য সাক্ষ্য।
ডনের এই উন্মুক্ত আলোচনা নিশ্চিতভাবেই সালমান শাহর ভক্তদের কাছে একটি নতুন তথ্য উপহার দিয়েছে, যা দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছিল।
দৈনিক টার্গেট 
























