দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি পাচ্ছে মৌ খান অভিনীত সামাজিক বার্তাধর্মী সিনেমা ‘বান্ধব’

অবশেষে মুক্তির পথে মৌ খান অভিনীত ‘বান্ধব’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪ বার পঠিত হয়েছে

মৌ খান

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

দুর্গাপূজা উপলক্ষে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’। আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত এই সিনেমা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সুজন বড়ুয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শকরা। মুক্তির তারিখ কয়েক দফা ঘোষণা করেও তা স্থগিত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। অবশেষে সব দ্বিধা কাটিয়ে ছবির স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া জানান, বর্তমান সময়ে ভালো সিনেমার অভাব রয়েছে। তাই আর দেরি না করে দর্শকদের জন্য ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নায়িকা মৌ খান সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন “এই কাজের মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। এবার চরিত্রকে অভিনেত্রী হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, শুধু নায়িকার কাঠামোয় আটকে থাকিনি। পুরোটা সময় আমার কাছে চ্যালেঞ্জের মতো ছিল। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এটাই এখন আমার জন্য বড় আনন্দের।”

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

গল্পের মূল আবহ গড়ে উঠেছে সমাজের অমানবিক বাস্তবতা ঘিরে। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নামহীন শিশুর জীবনসংগ্রামই সিনেমাটির কাহিনি। সামাজিক বার্তাধর্মী এই ছবিতে মৌ খানের সঙ্গে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

‘বান্ধব’ সিনেমায় মোট পাঁচটি গান রাখা হয়েছে। এর মধ্যে চারটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, আরেকটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সুর ও সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান এবং এম এ রহমান।

প্রযোজক–পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, অবশেষে মুক্তি পাওয়া ‘বান্ধব’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়াবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি পাচ্ছে মৌ খান অভিনীত সামাজিক বার্তাধর্মী সিনেমা ‘বান্ধব’

অবশেষে মুক্তির পথে মৌ খান অভিনীত ‘বান্ধব’

প্রকাশ: ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

দুর্গাপূজা উপলক্ষে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’। আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত এই সিনেমা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সুজন বড়ুয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শকরা। মুক্তির তারিখ কয়েক দফা ঘোষণা করেও তা স্থগিত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। অবশেষে সব দ্বিধা কাটিয়ে ছবির স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া জানান, বর্তমান সময়ে ভালো সিনেমার অভাব রয়েছে। তাই আর দেরি না করে দর্শকদের জন্য ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নায়িকা মৌ খান সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন “এই কাজের মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। এবার চরিত্রকে অভিনেত্রী হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, শুধু নায়িকার কাঠামোয় আটকে থাকিনি। পুরোটা সময় আমার কাছে চ্যালেঞ্জের মতো ছিল। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এটাই এখন আমার জন্য বড় আনন্দের।”

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

গল্পের মূল আবহ গড়ে উঠেছে সমাজের অমানবিক বাস্তবতা ঘিরে। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নামহীন শিশুর জীবনসংগ্রামই সিনেমাটির কাহিনি। সামাজিক বার্তাধর্মী এই ছবিতে মৌ খানের সঙ্গে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খানসহ অনেকে।

‘বান্ধব’ সিনেমায় মোট পাঁচটি গান রাখা হয়েছে। এর মধ্যে চারটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, আরেকটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সুর ও সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান এবং এম এ রহমান।

প্রযোজক–পরিচালক ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, অবশেষে মুক্তি পাওয়া ‘বান্ধব’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়াবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন