ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর প্রথমবারের মতো বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলয় ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
Thank you for reading this post, don't forget to subscribe!সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার আনন্দঘন খবরটি শেয়ার করেছেন হৃদি। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের মা হয়েছি। রুশদা মাইমানাহ নাম রেখেছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
নতুন অতিথির আগমনে নিলয়-হৃদি দম্পতির পরিবারে নেমে এসেছে আনন্দের বন্যা। শুভেচ্ছায় ভাসছে দুইজনের সোশ্যাল মিডিয়া টাইমলাইনও।
২০২১ সালের ৭ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিলয় ও হৃদি। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে শুরু হয় তাদের সম্পর্ক, পরে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় বিয়ে। এটি হৃদির প্রথম বিয়ে হলেও নিলয়ের দ্বিতীয়। এর আগে ২০১৬ সালে অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন তিনি; তবে সেই দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি।
নতুন জীবনের এমন আনন্দঘন মুহূর্ত নিয়ে উচ্ছ্বসিত নিলয়-হৃদি দম্পতি। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করছেন।
দৈনিক টার্গেট 















