অভিনেতা ইয়াশ রোহান দুর্গাপূজার বিজয়া উপলক্ষে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি শুভেচ্ছা বার্তা লিখলেও, পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এ তরুণ অভিনেতা।
Thank you for reading this post, don't forget to subscribe!বেশ কিছু ব্যবহারকারী ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, কেউ কেউ আবার ব্যক্তিগত আক্রমণেও যান।
তবে একা থাকেননি ইয়াশ। দেশের শিল্পী সমাজ ও সাধারণ দর্শকরা এগিয়ে আসেন তাঁর পাশে। তারা স্পষ্টভাবে জানান কোনো শিল্পীকে ধর্মের কারণে আঘাত করা একেবারেই অগ্রহণযোগ্য।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে গালাগালি দেওয়া সাহস নয়, বরং মানসিক দারিদ্র্যের প্রকাশ। এত ঘৃণা নিয়ে কীভাবে মানুষ শান্তিতে ঘুমায় তা ভাবতেই অবাক লাগে।”
অভিনেতা আরশ খান বলেন, “ইয়াশ রোহান আমাদের অন্যতম প্রতিভাবান অভিনেতা। তাঁর কাজই তাঁকে পরিচিত করেছে। ধর্ম বা অঞ্চল নয়, শিল্পীসত্ত্বার মাধ্যমেই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। ধর্ম যার যার, দেশ সবার।”
এছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনও ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
ভক্ত–অনুসারীরাও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। এক দর্শক মন্তব্য করেন, “এত ঘৃণা দেখে সত্যিই কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।” আরেকজন লিখেছেন, “এসব নেতিবাচক মন্তব্যে মন খারাপ করবেন না ভাই, আপনার কাজই আপনাকে সবার কাছে সম্মানিত করে তুলেছে।”
আজ শনিবার রাত ১টা পর্যন্ত ইয়াশ রোহানের পোস্টে ৯২ হাজারের বেশি প্রতিক্রিয়া, ১৯ হাজারেরও বেশি মন্তব্য এবং প্রায় ৩ হাজার শেয়ার হয়।
ইয়াশ রোহান অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের মন জয় করেছেন এ তরুণ অভিনেতা।
দৈনিক টার্গেট 




















