বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় মুখ সাবরিনা সুলতানা কেয়া আজ তাঁর জন্মদিন পালন করছেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের ভুবনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই আলোচিত-সমালোচিত তারকা।
কেয়ার জন্ম ১২ অক্টোবর, ১৯৮৫ সালে। কৈশোরেই অভিনয়ে আসা এই অভিনেত্রী মাত্র ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তির পর কেয়া রাতারাতি জনপ্রিয়তায় পৌঁছে যান এবং নবীন প্রজন্মের নায়িকাদের মধ্যে নিজেকে আলাদা করে তুলতে সক্ষম হন।
২০০০–এর দশকের শুরুতে কেয়া ছিলেন বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম সফল মুখ। ‘কঠিন বাস্তব’-এর পর ধারাবাহিকভাবে তিনি অভিনয় করেছেন ‘রান’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘ভালোবাসা তোমার জন্য’, ‘বাঘের থাবা’, ‘মনের মাঝে তুমি’, ‘মায়া-দ্য লাভ’সহ একাধিক জনপ্রিয় সিনেমায়।
অভিনয়ের পাশাপাশি কেয়া বিজ্ঞাপনচিত্র ও নাটকেও কাজ করেছেন। তাঁর নাচ, সংলাপের ভঙ্গি এবং পর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁকে এক ভিন্ন পরিচয়ে তুলে ধরেছিল।
তবে একসময় চলচ্চিত্রে অশালীন দৃশ্যের সমালোচনার কারণে তিনি কিছুটা আড়ালে চলে যান। পরবর্তীতে নিজেকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে আবারও আলোচনায় ফিরেছিলেন।
কেয়ার জীবনে যেমন প্রশংসা এসেছে, তেমনি এসেছে বিতর্কও। কখনও চলচ্চিত্র নির্বাচনে সাহসী সিদ্ধান্ত, কখনও ব্যক্তিগত জীবনের ঘটনাবলি সবই তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
তবুও তিনি সবসময় নিজের কাজের প্রতি মনোযোগী থেকেছেন। একটি সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, “আমি যতবার পড়েছি, ততবার উঠে দাঁড়িয়েছি। অভিনয়ই আমার ভালোবাসা।”
জন্মদিনের এই দিনে কেয়া জানিয়েছেন, তিনি ঘটা করে কোনো আয়োজন করছেন না। পরিবার ও কাছের মানুষের সঙ্গে সময় কাটাবেন। তবে ভক্তদের ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন তাঁর পেজ ও ফ্যানগ্রুপগুলো।
দীর্ঘ অভিনয়জীবনে আলোচনায় থাকা এই নায়িকা এখনো দর্শকের কাছে এক পরিচিত নাম। বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক ধারায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে-আর আজকের এই জন্মদিনে, শুভেচ্ছা কেয়ার জন্য।