ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জারা জামান ও শাহেন শাহ অভিনীত অ্যাকশন–ড্রামা সিনেমা ‘খিলাড়ি’, যেখানে নতুন রূপে হাজির হচ্ছেন জারা

১২ ডিসেম্বরে আসছে ‘খিলাড়ি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে

জারা জামান

দেশীয় চলচ্চিত্রের পর্দায় আসছে নতুন চমক। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের নিজস্ব প্রযোজনায় নির্মিত এ ছবিটির পরিচালনার দায়িত্ব পালন করেছেন মোঃ শফিউল্লাহ।

Thank you for reading this post, don't forget to subscribe!

দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে দেশের বিভিন্ন মনোরম স্থানে- বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের নয়নাভিরাম লোকেশনগুলোতে। নির্মাতার বিশ্বাস, এসব দৃশ্য দর্শকদের জন্য এক ভিন্ন রকম ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে।

প্রতিবাদী সাংবাদিক রূপে জারা জামান

নিজের চরিত্র নিয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা জারা জামান। তিনি জানান- এই সিনেমায় প্রথমবারের মতো পুরোপুরি ভিন্ন স্বাদের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘খিলাড়ি’তে তাকে দেখা যাবে একজন প্রতিবাদী ও নির্ভীক সাংবাদিকের ভূমিকায়।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

জারা বলেন, “পুরো কাজটাই ছিল আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। গ্ল্যামার আর অ্যাকশনের নতুন কনবিনেশনে দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি আমাকে নতুন করে ভাবতে ও নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি-বাকি মূল্যায়ন করবেন দর্শকরাই।”

সহশিল্পী ও সংগীত

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে।

গানের অংশে কণ্ঠ দিয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ, যা ছবির আবেগ ও গতিকে আরও প্রাণবন্ত করতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামীতে আরও তিনটি ছবি

‘খিলাড়ি’র বাইরে জারা জামান অভিনীত ‘ফেরারি’ এবং ‘কি করে ভুলি তোরে’-এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই সেগুলোও দর্শকের সামনে হাজির হবে বলে জানিয়েছেন তিনি।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জারা জামান ও শাহেন শাহ অভিনীত অ্যাকশন–ড্রামা সিনেমা ‘খিলাড়ি’, যেখানে নতুন রূপে হাজির হচ্ছেন জারা

১২ ডিসেম্বরে আসছে ‘খিলাড়ি’

প্রকাশ: ১২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

দেশীয় চলচ্চিত্রের পর্দায় আসছে নতুন চমক। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের নিজস্ব প্রযোজনায় নির্মিত এ ছবিটির পরিচালনার দায়িত্ব পালন করেছেন মোঃ শফিউল্লাহ।

Thank you for reading this post, don't forget to subscribe!

দৃষ্টিনন্দন লোকেশনে শুটিং সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে দেশের বিভিন্ন মনোরম স্থানে- বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের নয়নাভিরাম লোকেশনগুলোতে। নির্মাতার বিশ্বাস, এসব দৃশ্য দর্শকদের জন্য এক ভিন্ন রকম ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে।

প্রতিবাদী সাংবাদিক রূপে জারা জামান

নিজের চরিত্র নিয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা জারা জামান। তিনি জানান- এই সিনেমায় প্রথমবারের মতো পুরোপুরি ভিন্ন স্বাদের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘খিলাড়ি’তে তাকে দেখা যাবে একজন প্রতিবাদী ও নির্ভীক সাংবাদিকের ভূমিকায়।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

জারা বলেন, “পুরো কাজটাই ছিল আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। গ্ল্যামার আর অ্যাকশনের নতুন কনবিনেশনে দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি আমাকে নতুন করে ভাবতে ও নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি-বাকি মূল্যায়ন করবেন দর্শকরাই।”

সহশিল্পী ও সংগীত

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে।

গানের অংশে কণ্ঠ দিয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ, যা ছবির আবেগ ও গতিকে আরও প্রাণবন্ত করতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামীতে আরও তিনটি ছবি

‘খিলাড়ি’র বাইরে জারা জামান অভিনীত ‘ফেরারি’ এবং ‘কি করে ভুলি তোরে’-এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই সেগুলোও দর্শকের সামনে হাজির হবে বলে জানিয়েছেন তিনি।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন