কানাডায় কাজের সুযোগে ব্যস্ত অধরা খান, দেশে ফিরেই নতুন সিনেমা নিয়ে হাজির হবেন

অভিনয়ের নতুন অধ্যায়ে অধরা খান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

অধরা খান

দেশের বাইরে অবস্থান করলেও ঢালিউড অভিনেত্রী অধরা খানের অভিনয়যাত্রা থেমে নেই-বরং নতুন মাত্রায় এগিয়ে চলেছে। দীর্ঘ সময় ধরে কানাডায় বসবাস করলেও কাজের খোঁজে থেমে থাকেননি তিনি। নতুন বছরের শুরুতেই একাধিক প্রকল্পের আভাস দিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছেন এই অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

কানাডায় থাকার সময়ে স্থানীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন অধরা। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই মূলত তার এই পথচলা। ইতোমধ্যে তিনি কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন, যার মধ্যে একটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের প্রচারণা স্থানীয়ভাবে ভালো সাড়া পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসেই আরও কিছু বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দেশে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোকেও গুরুত্ব দিচ্ছেন অধরা খান। তার অভিনীত দুটি চলচ্চিত্র-‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’র সব ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রযোজনা সংশ্লিষ্টরা প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

শুধু অপেক্ষমান সিনেমা নয়, সামনে রয়েছে নতুন কাজের পরিকল্পনাও। অধরা খান শিগগিরই তিনটি নতুন চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে একটি সিনেমার শুটিং হবে ইউরোপে-লোকেশন ও সময়সূচি ইতোমধ্যেই চূড়ান্ত। তবে গল্প বা সহশিল্পীদের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এই প্রসঙ্গে অধরা বলেন, “কাজগুলো নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছিল। এখন সবকিছু নিশ্চিত হয়েছে। বিস্তারিত সময়মতো জানাব। খুব দ্রুতই দেশে ফেরার ইচ্ছা আছে।”

অভিনয়ের পাশাপাশি সৃজনশীল চর্চাতেও নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। কানাডায় ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামে একটি ব্যতিক্রমী প্রোজেক্টে অংশ নিয়েছেন অধরা, যেখানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য গল্প লেখা থেকে শুরু করে পুরো কাজ সম্পন্ন করতে হয়। এই অভিজ্ঞতাকে তিনি নিজের জন্য ভিন্নধর্মী ও শেখার সুযোগ হিসেবে দেখছেন।

দেশে কাজের সুযোগ কম থাকলেও সেটিকে হতাশার চোখে দেখছেন না এই অভিনেত্রী। বরং বিদেশে কাজ করার সুযোগকে নিজের দক্ষতা বাড়ানোর মাধ্যম হিসেবেই দেখছেন তিনি। অধরা বলেন, “দেশে ফেরা আমার জন্য কোনো বাধা নয়। কিন্তু এখন যেহেতু কাজ তুলনামূলক কম, তাই নিজেকে আরও প্রস্তুত করতে কানাডায় কাজ করছি। এখানে প্রত্যাশার চেয়েও ভালো সুযোগ পাচ্ছি।”

সব মিলিয়ে বলা যায়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট অধরা খান। দেশে ফিরে নতুন কাজের মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হবেন—এমন প্রত্যাশাই করছেন তার ভক্তরা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

কানাডায় কাজের সুযোগে ব্যস্ত অধরা খান, দেশে ফিরেই নতুন সিনেমা নিয়ে হাজির হবেন

অভিনয়ের নতুন অধ্যায়ে অধরা খান

প্রকাশ: ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬

দেশের বাইরে অবস্থান করলেও ঢালিউড অভিনেত্রী অধরা খানের অভিনয়যাত্রা থেমে নেই-বরং নতুন মাত্রায় এগিয়ে চলেছে। দীর্ঘ সময় ধরে কানাডায় বসবাস করলেও কাজের খোঁজে থেমে থাকেননি তিনি। নতুন বছরের শুরুতেই একাধিক প্রকল্পের আভাস দিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছেন এই অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

কানাডায় থাকার সময়ে স্থানীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন অধরা। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই মূলত তার এই পথচলা। ইতোমধ্যে তিনি কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন, যার মধ্যে একটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের প্রচারণা স্থানীয়ভাবে ভালো সাড়া পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসেই আরও কিছু বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দেশে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোকেও গুরুত্ব দিচ্ছেন অধরা খান। তার অভিনীত দুটি চলচ্চিত্র-‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’র সব ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রযোজনা সংশ্লিষ্টরা প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

শুধু অপেক্ষমান সিনেমা নয়, সামনে রয়েছে নতুন কাজের পরিকল্পনাও। অধরা খান শিগগিরই তিনটি নতুন চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে একটি সিনেমার শুটিং হবে ইউরোপে-লোকেশন ও সময়সূচি ইতোমধ্যেই চূড়ান্ত। তবে গল্প বা সহশিল্পীদের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এই প্রসঙ্গে অধরা বলেন, “কাজগুলো নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছিল। এখন সবকিছু নিশ্চিত হয়েছে। বিস্তারিত সময়মতো জানাব। খুব দ্রুতই দেশে ফেরার ইচ্ছা আছে।”

অভিনয়ের পাশাপাশি সৃজনশীল চর্চাতেও নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। কানাডায় ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামে একটি ব্যতিক্রমী প্রোজেক্টে অংশ নিয়েছেন অধরা, যেখানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য গল্প লেখা থেকে শুরু করে পুরো কাজ সম্পন্ন করতে হয়। এই অভিজ্ঞতাকে তিনি নিজের জন্য ভিন্নধর্মী ও শেখার সুযোগ হিসেবে দেখছেন।

দেশে কাজের সুযোগ কম থাকলেও সেটিকে হতাশার চোখে দেখছেন না এই অভিনেত্রী। বরং বিদেশে কাজ করার সুযোগকে নিজের দক্ষতা বাড়ানোর মাধ্যম হিসেবেই দেখছেন তিনি। অধরা বলেন, “দেশে ফেরা আমার জন্য কোনো বাধা নয়। কিন্তু এখন যেহেতু কাজ তুলনামূলক কম, তাই নিজেকে আরও প্রস্তুত করতে কানাডায় কাজ করছি। এখানে প্রত্যাশার চেয়েও ভালো সুযোগ পাচ্ছি।”

সব মিলিয়ে বলা যায়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট অধরা খান। দেশে ফিরে নতুন কাজের মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হবেন—এমন প্রত্যাশাই করছেন তার ভক্তরা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন