এক মাস পর আবারও নিয়মিত কোট-গাউন পরতে হবে আইনজীবীদের। শনিবার (১৮ মে) সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে বলা হয়, প্রচণ্ড গরমে দেশের অধস্তন আদালতের পর উচ্চ আদালতে মামলার শুনানির সময় আইনজীবীদের পোশাক পরিধানে শিথিলতা জারি করে গত ২০ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর ফলে আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলার শুনানির সময় আইনজীবীদের কোট-গাউন উভয়ই পরিধান করতে হবে।
দেশজুড়ে প্রচণ্ড গরমে মামলার শুনানিতে আইনজীবীদের গাউন পরা বাধ্যতামূলক নয়, প্রধান বিচারপতির নির্দেশে গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। বিজ্ঞপ্তি জারির পর ২১ এপ্রিল আইনজীবীরা শুনানির সময় গাউন পরতেন না। ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করায় আইনজীবীদের আবার গাউন পরে শুনানিতে অংশ নিতে হবে।
দৈনিক টার্গেট 

























