বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইট্স সার্ভিসেস ফাউন্ডেশন এর শপথবাক্য

বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে শপথবাক্য পাঠ সার্টিফিকেট প্রদান ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৪ জানুয়ারি শুক্রবার।

Thank you for reading this post, don’t forget to subscribe!

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিচারপতি শিকদার মকবুল হক।

আমি শপথ করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান ও জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা পত্রের প্রতি সতত অনুগত ও শ্রদ্ধাশীল থেকে আমি

মানবসেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।

মানুষের অধিকার সংরক্ষণে সর্বদা সোচ্চার থাকবো।

মানবাধিকার লঙ্ঘনকারীদের সাথে সামান্যতম আপোষ করবো না।

১. সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।

২. রাষ্ট ও সমাজবিরোধী কোনো কর্মকান্ডে জড়িত হবো না, সমর্থন করবো না।

৩. হে আল্লাহ, আমাদের শক্তি দাও, আমরা যাতে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতা ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি আমিন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন এর চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার সহ আরো অন্যান্য সদস্য বৃন্দ ।