চোখের পাতা লাফানো কি লক্ষণ?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৮৬ বার পঠিত হয়েছে

চোখের পাতা লাফালে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। সামনে কি কোনো বিপদের বার্তা নাকি? আবার অনেকে বলেন বাঁ চোখের পাতা লাফানো নাকি আরও বেশি ভয়াবহ অশুভ লক্ষণ। কিন্তু চিকিৎসকরা ব্যাখ্যা দিচ্ছেন অন্যরকম। চোখের পাতা কাঁপা বা লাফানোর সঙ্গে স্বাস্থ্যঘটিত সম্পর্ক রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চোখের কিছু সাধারণ রোগের কারণে চোখ লাফাতে পারে। কিছু স্নায়বিক সমস্যাতেও চোখ লাফাতে পারে, তবে সে ক্ষেত্রে রোগের অন্যান্য উপসর্গও দেখা দেয়। আদতে ডান কিংবা বাঁ কোনো চোখ লাফানোর সঙ্গে শুভ-অশুভ, কল্যাণ-অকল্যাণের কোনো সম্পর্ক নেই বলছেন চিকিৎসকরা।

শরীরের যেকোনো অংশের পেশি সংকুচিত হলে তা কাঁপে আমাদের পেশি আঁশ বা ফাইবার দিয়ে তৈরি, যেগুলো নিয়ন্ত্রণ করে স্নায়ু। কোনো কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পেশি কাঁপতে শুরু করে। বেশির ভাগ ক্ষেত্রে পেশি কাঁপলে উদ্বেগের কোনো কারণ নেই। তবে কখনো কখনো এটি গুরুতর হতে পারে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

চিকিৎসকরা বলছেন, চোখের পেশি শক্ত হয়ে গেলে চোখের পাতা লাফাতে শুরু করে। ওপর কিংবা নিচ উভয় চোখের পাতাই লাফাতে পারে। অস্বস্তিকর হলেও কিছু ক্ষেত্রে এটি খুব স্বাভাবিক।

তবে কিছু লোকের চোখ এত জোরে কাঁপতে শুরু করে যে তাদের চোখে দেখতেও সমস্যা হয়। এ ধরনের অবস্থাকে ব্লেফারোস্পাজম বলা হয়। চোখের পলক কয়েক সেকেন্ড থেকে এক বা দুই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগের লক্ষণ।

চোখের পাতা লাফানোর সঙ্গে শুভ কিংবা অশুভ লক্ষণের কোনো যোগ নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি অনেক কারণে থাকতে পারে। যেমন চোখে চুলকানি, চোখের ওপর চাপ, ক্লান্তি, ঘুমের অভাব, শারীরিক ও মানসিক চাপ, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত তামাক, ক্যাফেইন বা অ্যালকোহল সেবন। শুষ্ক চোখ, চোখের পাতা ফোলা এবং কনজাংটিভাইটিসের কারণে চোখের আরও সমস্যা দেখা দেয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

চোখের পাতা লাফানো কি লক্ষণ?

প্রকাশ: ১০:১৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

চোখের পাতা লাফালে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। সামনে কি কোনো বিপদের বার্তা নাকি? আবার অনেকে বলেন বাঁ চোখের পাতা লাফানো নাকি আরও বেশি ভয়াবহ অশুভ লক্ষণ। কিন্তু চিকিৎসকরা ব্যাখ্যা দিচ্ছেন অন্যরকম। চোখের পাতা কাঁপা বা লাফানোর সঙ্গে স্বাস্থ্যঘটিত সম্পর্ক রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চোখের কিছু সাধারণ রোগের কারণে চোখ লাফাতে পারে। কিছু স্নায়বিক সমস্যাতেও চোখ লাফাতে পারে, তবে সে ক্ষেত্রে রোগের অন্যান্য উপসর্গও দেখা দেয়। আদতে ডান কিংবা বাঁ কোনো চোখ লাফানোর সঙ্গে শুভ-অশুভ, কল্যাণ-অকল্যাণের কোনো সম্পর্ক নেই বলছেন চিকিৎসকরা।

শরীরের যেকোনো অংশের পেশি সংকুচিত হলে তা কাঁপে আমাদের পেশি আঁশ বা ফাইবার দিয়ে তৈরি, যেগুলো নিয়ন্ত্রণ করে স্নায়ু। কোনো কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পেশি কাঁপতে শুরু করে। বেশির ভাগ ক্ষেত্রে পেশি কাঁপলে উদ্বেগের কোনো কারণ নেই। তবে কখনো কখনো এটি গুরুতর হতে পারে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

চিকিৎসকরা বলছেন, চোখের পেশি শক্ত হয়ে গেলে চোখের পাতা লাফাতে শুরু করে। ওপর কিংবা নিচ উভয় চোখের পাতাই লাফাতে পারে। অস্বস্তিকর হলেও কিছু ক্ষেত্রে এটি খুব স্বাভাবিক।

তবে কিছু লোকের চোখ এত জোরে কাঁপতে শুরু করে যে তাদের চোখে দেখতেও সমস্যা হয়। এ ধরনের অবস্থাকে ব্লেফারোস্পাজম বলা হয়। চোখের পলক কয়েক সেকেন্ড থেকে এক বা দুই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগের লক্ষণ।

চোখের পাতা লাফানোর সঙ্গে শুভ কিংবা অশুভ লক্ষণের কোনো যোগ নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি অনেক কারণে থাকতে পারে। যেমন চোখে চুলকানি, চোখের ওপর চাপ, ক্লান্তি, ঘুমের অভাব, শারীরিক ও মানসিক চাপ, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত তামাক, ক্যাফেইন বা অ্যালকোহল সেবন। শুষ্ক চোখ, চোখের পাতা ফোলা এবং কনজাংটিভাইটিসের কারণে চোখের আরও সমস্যা দেখা দেয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন