স্তন্যপায়ী প্রাণী যেভাবে ঘুমায় মাছেরা ঠিক সেইভাবে ঘুমায় না। মাছ ঠিক যে কাজটা করে সেটা অনেকটা বিশ্রাম নেয়ার মত।
Thank you for reading this post, don't forget to subscribe!বিশেষজ্ঞরা বলছে বিশ্রামের সময় মাছ তাদের বাহ্যিক কার্যক্রম ও মেটাবলিজম (বিপাক) কমিয়ে দেয়। কিছু মাছ নির্দিষ্ট যায়গায় ভেসে থাকে, কিছু আবার একসাথে মাটিতে নিরাপদ যায়গায় জড় হয় কিছু কিছু মাছ নিজস্ব বাসস্থানের মত থাকার যায়গা নির্ধারণ করে নেয়।
মাছের এই বিশ্রামকালীন সময়কে “সাসপেন্ডেড এনিমেশন” বলা হয়।
জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) বলছে, মাছ মানুষের মতো ঘুমায় না, তবে তারা তাদের কার্যকলাপ এবং বিপাক হ্রাস করে বিশ্রাম নেয়।
২০১৯ সালে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, জেব্রাফিশ হলো এক ধরনের মাছ যা মানুষের মতোই ঘুমায়। যদিও তাদের চোখের পাতা বন্ধ করার মতো নেই, তারা ধীর-তরঙ্গ ঘুমের মধ্যে চলে যায়।
স্ট্যানফোর্ড গবেষকরা আরও বলেছেন, এটি ভবিষ্যতে ঘুমের অস্বাভাবিকতা গবেষণায় সাহায্য করতে পারে।
কিছু মাছ আছে যেগুলো দিনে সক্রিয় থাকে এবং রাতে মানুষের মতোই বিশ্রাম নেয়। ক্যাটফিশ এবং ছুরি মাছের মতো কিছু প্রজাতির মাছ আছে, যেগুলো নিশাচর। এমনও প্রমাণ রয়েছে, মাছ তাদের জীবনের প্রতিটি পর্যায়ে ঘুমায় না। বেশিরভাগ মাছ যখন তাদের বাচ্চাদের দেখভাল করে, স্থানান্তরিত হয় তখন কয়েক মাস বয়স পর্যন্ত ঘুমায় না।
দৈনিক টার্গেট 
























