মেজবানি মাংস রান্নার কৌশল

যেভাবে রান্না করবেন মেজবানি কুরবানীর মাংস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ৪০১ বার পঠিত হয়েছে

মেজবানি মাংস চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না। তবে এর স্বাদ এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। অনেকে মেজবানি মাংস খেতে খুব পছন্দ করেন। কোরবানির ঈদে একদিন রান্না করতেই পারেন মজাদার স্বাদের মেজবানি মাংস।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপকরণ

গরুর মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুড়া ২ টেবিল চামচ, ধনে ও জিরা গুড়া ২ টেবিল চামচ, সরিষার তেল ২ কাপ, মাংসের মসলা ২ চা চামচ, টক দই ২ কাপ, কাঁচামরিচ ১৫-২০টি, গোলমরিচ ২ চা চামচ, দারুচিনি ও এলাচ ১০টি, জয়ফল ও জয়ত্রী ১ চা চামচ, মেথি গুড়া ২ চা চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ ও সব মসলা নিয়ে ম্যারিনেট করে রাখুন। অর্ধেক পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে ম্যারিনেট করা মাংস কষাতে থাকুন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

হাঁড়িতে ৪ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাংসের পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

প্রস্তুত প্রণালি

মেজবানি মসলা তৈরির উপকরণ থেকে একটি তেজপাতা ও একটি কালো এলাচ সরিয়ে রেখে বাকিসব টেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন। চাইলে বেটেও নিতে পারেন। মাংস মাখানোর উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন মাংস।

চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার মেখে রাখা মাংস দিয়ে দিন প্যানে। সামান্য লবণ দিন। মেজবানি মাংসের মসলা অর্ধেক পরিমাণ দিয়ে দিন। ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। প্যান ঢেকে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তেল উঠে গেলে ১ কাপ পানি দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে প্যান ঢেকে নিন। এভাবে চুলায় রাখুন ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর বাকি মেজবানি মসলা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আরও ২০ মিনিট রাখুন চুলায়। আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন সুস্বাদু মেজবানি মাংস। পরিবেশন করুন গরম গরম।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

মেজবানি মাংস রান্নার কৌশল

যেভাবে রান্না করবেন মেজবানি কুরবানীর মাংস

প্রকাশ: ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

মেজবানি মাংস চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না। তবে এর স্বাদ এখন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। অনেকে মেজবানি মাংস খেতে খুব পছন্দ করেন। কোরবানির ঈদে একদিন রান্না করতেই পারেন মজাদার স্বাদের মেজবানি মাংস।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপকরণ

গরুর মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুড়া ২ টেবিল চামচ, ধনে ও জিরা গুড়া ২ টেবিল চামচ, সরিষার তেল ২ কাপ, মাংসের মসলা ২ চা চামচ, টক দই ২ কাপ, কাঁচামরিচ ১৫-২০টি, গোলমরিচ ২ চা চামচ, দারুচিনি ও এলাচ ১০টি, জয়ফল ও জয়ত্রী ১ চা চামচ, মেথি গুড়া ২ চা চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ ও সব মসলা নিয়ে ম্যারিনেট করে রাখুন। অর্ধেক পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তা করে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে ম্যারিনেট করা মাংস কষাতে থাকুন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

হাঁড়িতে ৪ কাপ পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। মাংস থেকে পানি ঝরে গেলে মৃদু আঁচে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাংসের পানি শুকিয়ে এলে কাঁচামরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গরুর মেজবানি মাংস।

প্রস্তুত প্রণালি

মেজবানি মসলা তৈরির উপকরণ থেকে একটি তেজপাতা ও একটি কালো এলাচ সরিয়ে রেখে বাকিসব টেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন। চাইলে বেটেও নিতে পারেন। মাংস মাখানোর উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন মাংস।

চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার মেখে রাখা মাংস দিয়ে দিন প্যানে। সামান্য লবণ দিন। মেজবানি মাংসের মসলা অর্ধেক পরিমাণ দিয়ে দিন। ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। প্যান ঢেকে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তেল উঠে গেলে ১ কাপ পানি দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে প্যান ঢেকে নিন। এভাবে চুলায় রাখুন ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর বাকি মেজবানি মসলা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আরও ২০ মিনিট রাখুন চুলায়। আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন সুস্বাদু মেজবানি মাংস। পরিবেশন করুন গরম গরম।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন