ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের খুলনার কয়রা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৪টায় শেষ হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মহাসিন রেজা মোটরসাইকেল প্রতীকে ৩৫৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২৭৩১৬ ভোট পেয়েছেন। অপর প্রার্থী অ্যাড. অনাদী সানা ৩৫৫৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আলম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, রোববার (০৯ জুন) সকাল ৮টায় নির্ধারিত সময়েই উপজেলার ৭টি ইউনিয়নে ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা টানা চলে বিকেল ৪টায় শেষ হয়। কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সকলকে অভিনন্দন।
দৈনিক টার্গেট 
























