বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পর্যায়ের এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হবে রবিবার (২২ জুন) বিকেল ৫টায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
Thank you for reading this post, don’t forget to subscribe!অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহাম্মাদ ইউনূস, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লেলার। এরপর বিচার বিভাগের সংস্কার নিয়ে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’ বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে, যা বিচার ব্যবস্থার ভবিষ্যৎ কাঠামো ও পরিবর্তনগুলো তুলে ধরবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আরও বক্তব্য দেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, এমনটি ধারণা করা হচ্ছে।
এই জাতীয় আয়োজন বিচার বিভাগীয় সংস্কার এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
