আজ বিশ্ব পরিবেশ দিবস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১২০ বার পঠিত হয়েছে

প্রতিবছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশেষ এই দিনটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

চলতি বছরের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়” এবং মূল স্লোগান “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”। যা পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছে বিশ্ববাসীকে।

এবারের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবেলায় বৈশ্বিক সচেতনতা গড়ে তোলার কাজ চলছে।বছরের পর বছর শিল্পবিপ্লব, নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে প্লাস্টিক দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে।

জাতিসংঘের মতে, সচেতনতা বৃদ্ধি, ব্যবহারে রাশ টানা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংস্কার আনাই এ বছরের মূল লক্ষ্য। ২০২২ সালে যে বৈশ্বিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছিল প্লাস্টিক দূষণ ঠেকাতে, তা বাস্তবায়নে এবার নতুন করে তাগিদ দেয়া হচ্ছে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

বাংলাদেশে পালিত হচ্ছে বিশেষভাবে

বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এবারের পরিবেশ দিবসটি একটু ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটির কারণে আনুষ্ঠানিক আয়োজন হবে ২৫ জুন।

সেদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা এবং পরিবেশ মেলার উদ্বোধন করবেন। একইসঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় প্রদান করা হবে জাতীয় পরিবেশ পদক ও বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার।

প্লাস্টিক দূষণ বর্তমানে বৈশ্বিক পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচিত। এ সমস্যা মোকাবিলায় জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলি একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে, যার লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

আজ বিশ্ব পরিবেশ দিবস

প্রকাশ: ১১:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

প্রতিবছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশেষ এই দিনটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

চলতি বছরের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়” এবং মূল স্লোগান “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”। যা পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছে বিশ্ববাসীকে।

এবারের আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ মোকাবেলায় বৈশ্বিক সচেতনতা গড়ে তোলার কাজ চলছে।বছরের পর বছর শিল্পবিপ্লব, নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে প্লাস্টিক দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে।

জাতিসংঘের মতে, সচেতনতা বৃদ্ধি, ব্যবহারে রাশ টানা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংস্কার আনাই এ বছরের মূল লক্ষ্য। ২০২২ সালে যে বৈশ্বিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছিল প্লাস্টিক দূষণ ঠেকাতে, তা বাস্তবায়নে এবার নতুন করে তাগিদ দেয়া হচ্ছে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

বাংলাদেশে পালিত হচ্ছে বিশেষভাবে

বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এবারের পরিবেশ দিবসটি একটু ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটির কারণে আনুষ্ঠানিক আয়োজন হবে ২৫ জুন।

সেদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা এবং পরিবেশ মেলার উদ্বোধন করবেন। একইসঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় প্রদান করা হবে জাতীয় পরিবেশ পদক ও বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার।

প্লাস্টিক দূষণ বর্তমানে বৈশ্বিক পরিবেশের অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচিত। এ সমস্যা মোকাবিলায় জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলি একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে, যার লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন