Site icon দৈনিক টার্গেট

উত্তরায় র‌্যাবের পোশাক পরে এক কোটি টাকার ছিনতাই, তদন্তে নেমেছে পুলিশ

রাজধানীর উত্তরা এলাকায় র‌্যাবের পোশাক পরে অভিনব কায়দায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক প্রতিনিধির কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের মত কালেকশন জমা দিতে ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকের উদ্দেশে রওনা হন। পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা র‌্যাবের পোশাক পরিহিত একদল ব্যক্তি তার গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নেয় এবং টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী প্রতিনিধি পুলিশকে জানান, ছিনতাইকারীরা র‌্যাবের পোশাক পরে থাকলেও তারা নিজেদের পরিচয় স্পষ্টভাবে দেয়নি। হঠাৎ করেই তারা গাড়ি থেকে নেমে এসে তার পথরোধ করে এবং ব্যাগসহ জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুক্তভোগী ব্যক্তি। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। পরে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে তাকে থামানোর চেষ্টা করে। তিনি দৌড়ে পালাতে চাইলে তারা ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী সাংবাদিকদের জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

এ বিষয়ে র‌্যাব-১-এর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা ছিনতাই করেছে, তারা যদি র‌্যাবের সদস্যও হয়ে থাকে, তবুও কেউ ছাড় পাবে না। অনেক সময় র‌্যাব বা পুলিশের পোশাক পরে অপরাধ সংঘটিত হয়, আমরা বিষয়টি নজরে রেখেছি।”

ছিনতাইয়ের এই ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নগদ কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ জনগণেরও দাবি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version