ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন চ্যানেল এস বাংলাদেশের টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরা প্রতিনিধি তরিকুল ইসলাম শিবলী।
Thank you for reading this post, don't forget to subscribe!ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-এ সংবাদ সংগ্রহের সময় শিবলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবলী কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দুই কন্যার জনক এবং বর্তমানে উত্তরা দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
শিবলী দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেল এস বাংলাদেশের টেলিভিশন-এ সিটি রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যু সংবাদমাধ্যম ও সাংবাদিক সমাজে শোকের ছায়া ফেলেছে।