ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়, সিইসির বক্তব্য যেন তাৎক্ষণিকভাবে রেকর্ড করে প্রচারের উপযোগী করা যায়, সেজন্য আগে থেকেই জাতীয় সম্প্রচার মাধ্যম দুইটির প্রস্তুতি প্রয়োজন।
ইসি সূত্রের তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বর সিইসি ও পূর্ণ কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণ রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন সম্পর্কে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এবারও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।
ইসি বলছে, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সিইসির ভাষণে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হবে এবং প্রার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণের অনুরোধ থাকবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সিইসির ভাষণ আগেই রেকর্ড করা হয়নি; তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল ঘোষণা করেন। এবার তবে ভিন্নভাবে- আগেই ভাষণ রেকর্ড করে প্রচার করবে নির্বাচন কমিশন।
দৈনিক টার্গেট 














