বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় ও একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন করে বিতর্কে জড়িয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। তবে সেই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের ক্ষোভ ডেকে আনে। অনেকে তাকে প্রকাশ্যে ‘দালাল’ বলে সম্বোধন করেন এবং হতাশা ব্যক্ত করেন।
সমালোচনায় রাজনৈতিক ও ক্রীড়া মহলও
শুধু সাধারণ সমর্থকই নয়, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও তীব্র সমালোচনা করেছেন। ফেসবুকে দেওয়া তাদের পোস্টে সাকিবের এই অবস্থানকে তারা ‘গণআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেন।
শহীদ পরিবারের ক্ষোভ
জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার থেকেও এসেছে কঠোর প্রতিক্রিয়া। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তার পোস্টে সাকিবকে উদ্দেশ করে লিখেছেন-
“মন থেকে আপনার পরিবারের প্রতি ঘৃণা আসে। তবে আপনার সন্তানদের কোনো দোষ নেই, তাই তাদের কষ্ট পাক তা চাই না। কিন্তু চাই, জাহান্নামের নিকৃষ্ট স্থানে আপনার ঠাঁই হোক।”
একইভাবে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লেখেন-
“অনেকে সাকিবকে খেলোয়াড় হিসেবে আলাদা করে দেখছিল। কিন্তু একজন খুনির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সে প্রমাণ করেছে তার আসল অবস্থান কোথায়।”
জনমনে বিরূপ প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকের মতে, ক্রিকেটার সাকিব আল হাসান বারবার বিতর্কিত অবস্থান নিয়ে জনমনে হতাশার জন্ম দিয়েছেন। এবার তার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে।