বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানা ধরনের বক্তব্য ও মতামত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, “কিছু কুচক্রী মহল আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমার নামে খোলা কোনো ফেসবুক একাউন্টই আমার নয়।”
তিনি আরো জানান, এর আগেও একই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। “আমি কখনোই ফেসবুক ব্যবহার করিনি। তাই আমার নামে খোলা এসব একাউন্টের কোনো পোস্ট, মন্তব্য বা বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই,”-যোগ করেন বিএনপির এই নেতা।
রিজভী ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত এসব ভুয়া একাউন্ট শনাক্ত করে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি তিনি দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এইসব ভুয়া পেজে প্রকাশিত তথ্য বা বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।”