Site icon দৈনিক টার্গেট

আজ সাকিবের কন্যা আলাইনার জন্মদিন

আলাইনা হাসান অব্রি

জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসানের বড় কন্যা আলাইনা হাসান আজ ১০ বছরে পা দিলেন। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিশির তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, আলাইনা আমাদের ছোট্ট রাজকন্যা, যদিও আজ তুমি ১০ বছর বয়সী, তবুও চিরকাল তুমি আমাদের ছোট্ট মেয়ে আলাইনা হিসেবেই থাকবে। শিশির আরও উল্লেখ করেন, আলাইনাকে প্রথমবার কোলে নেওয়ার সময় আবেগে কেঁদেছিলেন সাকিব।

বড় মেয়ের জন্মদিনে শিশির জানান, আলাইনা মা হিসেবে তার জীবনে নতুন রঙ এনে দিয়েছে। পাশাপাশি তিনি লেখেন, “তুমি আমাদের হৃদয় স্পর্শ করেছো, তোমার ভাইবোনদের সঙ্গে তোমার সম্পর্কও আমাদের জন্য এক অনন্য অনুভূতি।”

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান: কন্যা আলাইনা হাসান, কন্যা ইরাম হাসান (জন্ম ২০২০ সালের এপ্রিলে) এবং ছেলে ইজাহ আল হাসান (জন্ম ২০২১ সালের মার্চে)।

শিশিরের পোস্টের সঙ্গে আলাইনার কিছু ছবিও ছিল, যেখানে তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা গেছেন। পুরো পোস্টটিই ছিল পরিবারিক উষ্ণতা ও আবেগে ভরা।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version