শ্রীলংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) ডাম্বুলা থান্ডার্সের ফ্র্যাঞ্চাইজি মালিক তামিম রহমানকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০১৯ সালের আসরে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ফ্র্যাঞ্চাইজি মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
শ্রীলংকার টি-টোয়েন্টি লিগে ডাম্বুলার হয়ে খেলার কথা ছিল বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। নিলামের আগে কাটার মাস্টারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ডাম্বুলা। এবারই প্রথম এলপিএলে খেলার কথা ছিল মোস্তাফিজের।
বুধবার কলম্বোতে একটি ফ্লাইটে চড়ার আগে তামিমকে গ্রেফতার করে পুলিশ। তিনি বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। জানা গেছে, শ্রীলংকার ক্রীড়া আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক টার্গেট 

























