শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার এক অনবদ্য জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাইফ হাসানের ব্যাটিং নৈপুণ্যে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।
Thank you for reading this post, don't forget to subscribe!টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৪৩ রান। রশিদ খানের দলটি শুরুটা ভালো করলেও শেষদিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা।
১৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ কিছুটা চাপের মুখে পড়ে। দলীয় ২৪ রানে প্রথম আঘাত আসে ১৬ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তবে সেই ধাক্কা সামলে ওঠেন দ্বিতীয় উইকেটে নামা সাইফ হাসান। তামিমের সঙ্গে তার ৫৫ রানের দারুণ জুটি ম্যাচে গতি ফিরিয়ে আনে।
তামিম ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও, সাইফ থেমে থাকেননি। পরপর দুটি উইকেট পড়ে গেলে (জাকের আলী ১১ বলে ১০, শামীম প্রথম বলেই বোল্ড) ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে ঠান্ডা মাথায় খেলে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সাইফ।
শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। সোহানও পাশে ছিলেন স্থির ব্যাটসম্যান হিসেবে। ফলে ১২ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ‘বাংলা ওয়াশ’ উৎসব পালন করল টাইগাররা।