বিপিএলের ১১তম আসরে পারিশ্রমিক ইস্যুতে কঠোর সালোচনার মুখে পড়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিপিএল কর্তৃপক্ষের জন্য।
Thank you for reading this post, don't forget to subscribe!বিষয়টি খতিয়ে দেখতে এবার সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালককে।
সদস্য হিসেবে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব। এ ছাড়া সদস্য সচিবের দায়িত্বে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী ক্রীড়া পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রম এ নির্দেশনা জারি করা হয়েছে।
কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দৈনিক টার্গেট 






















