Site icon দৈনিক টার্গেট

সুপার ওভারে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস

রাইজিং স্টার্স এশিয়া কাপ ২০২৫

রাইজিং স্টার্স এশিয়া কাপে আবারো ফাইনালের দ্বারপ্রান্তে গিয়েও হতাশায় ডুবে ফিরতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে। ছয় বছর আগের ইমার্জিং এশিয়া কাপের মতোই দোহায় পুনরাবৃত্ত হলো সেই দুঃস্বপ্ন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত ওভারে সমানে সমান লড়াই করলেও সুপার ওভারে ছিটকে যায় আকবর আলীদের শিরোপা আকাঙ্ক্ষা। পাকিস্তান ‘শাহিনস’ শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই নিজেদের তৃতীয় শিরোপা নিশ্চিত করে।

সমান রান, তারপর ভাগ্য নির্ধারণ সুপার ওভারে

ম্যাচের প্রথম ২০ ওভারে দুই দলের সংগ্রহই দাঁড়ায় ১২৫ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে শুরু থেকেই ব্যাট হাতে হোঁচট খায় বাংলাদেশ। আহমেদ দানিয়ালের করা ওভারে প্রথম বলেই এক রান নিলেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। একটি ওয়াইড থেকে পাঁচ রান এলেও পরের বলেই বোল্ড হয়ে ফেরেন জিসান আলম। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ থামে মাত্র ৬ রানে।

মাত্র ৭ রানের লক্ষ্য পাকিস্তানের জন্য ছিল সহজ চ্যালেঞ্জ। রিপনের করা ওভারে চার বলেই কাজ সারেন তারা। ব্যাট হাতে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তানের দুই ব্যাটার।

টাই হওয়া ম্যাচে বাংলাদেশের হার শেষ মুহূর্তের আক্ষেপ

এর আগে ১২৬ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। জিসান ও হাবিবুর রহমান সোহানের উদ্বোধনী জুটি দ্রুত রান তুললেও মধ্যপর্বে এক ঝটকায় কয়েক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অঙ্কন শূন্য রানে ফিরলে ম্যাচ আরও কঠিন হয়ে পড়ে। অধিনায়ক আকবর আলী এবং ইয়াসির আলী রাব্বিও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। তখন সাকলাইন ও রিপন মিলে ম্যাচে ফেরেন নতুন প্রাণ। ১৯তম ওভারে শহীদ আজিজকে টানা তিন ছক্কায় ২০ রান নিয়ে সমীকরণ দাঁড়ায় শেষ ওভারে ৭। কিন্তু শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। দুজনই অপরাজিত থাকলেও ম্যাচ শেষ হয় নাটকীয় টাইয়ে।

পাকিস্তানের ইনিংস শুরুতেই ধাক্কা, তারপর নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন

এর আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই রানআউট হয়ে জীবন শুরু কঠিন করে দেন পাকিস্তানের ওপেনার ইয়াসির খান। রিপন মণ্ডলের ধারালো বোলিংয়ে প্রতিপক্ষ নিয়মিতই উইকেট হারাতে থাকে। তিনি নেন তিনটি উইকেট, রাকিবুল হাসানের নিয়ন্ত্রিত স্পেলে আসে আরও দুটি। তবু সাদ মাসুদের ৩৮ রানের ইনিংস ভরসা জোগায় পাকিস্তানকে। নির্ধারিত ২০ ওভারে তারা পৌঁছায় ১২৫ রানে যা শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

আবারো হাতছাড়া ফাইনাল

বাংলাদেশ ‘এ’ দল গ্রুপপর্ব ও সেমিফাইনাল পেরিয়ে দুর্দান্ত লড়াই উপহার দিলেও ফাইনালে এসে আবারো ডগমগ করল। বিশেষ করে চাপের মুহূর্তের ভুল সিদ্ধান্ত ও উইকেট হারানোই বড় ব্যবধানে প্রভাব ফেলেছে। সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতা ছিল ম্যাচের মোড় ঘোরানোর জায়গা।

বাংলাদেশ দল ফিরে গেল ট্রফির খুব কাছ থেকে, আর পাকিস্তান উদযাপন করল তাদের তৃতীয় রাইজিং স্টার্স এশিয়া কাপ জয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version