গুগল প্রতারণামূলক অ্যাপ শনাক্ত করবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৩৭৪ বার পঠিত হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্বক্ষমতা বাড়িয়ে এবার ব্যবহারকারীদের স্মার্টফোনের প্রতারণামূলক বা জালিয়াতি করা অ্যাপ শনাক্ত করবে গুগল।

Thank you for reading this post, don't forget to subscribe!

গুগল তার সবশেষ বার্ষিক ডেভলপার কনফারেন্সে ঘোষণা দিয়েছে এআই স্বক্ষমতা বাড়ানোর। এখন থেকে প্রতিষ্ঠানটি গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ‘লাইভ থ্রেট’ শনাক্ত করে দেবে। ফলে স্মার্টফোনের ইনস্টল করা যে কোনো ধরনের ম্যালওয়ার বা জালিয়াতি করা অ্যাপ আরও সহজে শনাক্ত হয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে।

গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে, কখনো কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের কোনো উদ্দেশ্যে কাজ করা শুরু করে, তাহলে তাৎক্ষণিক গুগলের ‘লাইভ থ্রেট’ তা শনাক্ত করবে। গুগল প্লে প্রোটেক্টের অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এই ‘লাইভ থ্রেট’ শনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া যে কোনো অ্যাপের সন্দেহজনক কোনো কিছু পেলেই তা সরাসরি গুগলকে জানিয়ে দেবে প্লে প্রোটেক্ট এবং ব্যবহারকারীকেও সঙ্গে সঙ্গেই সতর্ক করা হবে।

স্মার্টফোনের কোনো অ্যাপ যদি পরবর্তীতে মডিফাই করা হয় বা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, তবে ঝুঁকিপূর্ণ যে কোনো কিছু শনাক্ত এবং যে কোনো আক্রমণ থেকে ‍ডিভাইসকে প্রতিরোধের জন্য কার্যকরী পদক্ষেপ দেবে গুগল।

গুগল পিক্সেল, অনর, লেনোভো, নাথিং, ওয়ানপ্লাস, অপো এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেট-আপ করবে বলে জানা যায়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

গুগল প্রতারণামূলক অ্যাপ শনাক্ত করবে

প্রকাশ: ০৭:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্বক্ষমতা বাড়িয়ে এবার ব্যবহারকারীদের স্মার্টফোনের প্রতারণামূলক বা জালিয়াতি করা অ্যাপ শনাক্ত করবে গুগল।

Thank you for reading this post, don't forget to subscribe!

গুগল তার সবশেষ বার্ষিক ডেভলপার কনফারেন্সে ঘোষণা দিয়েছে এআই স্বক্ষমতা বাড়ানোর। এখন থেকে প্রতিষ্ঠানটি গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ‘লাইভ থ্রেট’ শনাক্ত করে দেবে। ফলে স্মার্টফোনের ইনস্টল করা যে কোনো ধরনের ম্যালওয়ার বা জালিয়াতি করা অ্যাপ আরও সহজে শনাক্ত হয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে।

গুগল প্লে প্রোটেক্ট প্রতিদিন ২০০ বিলিয়ন অ্যান্ড্রয়েড অ্যাপ স্ক্যান করবে, যা ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এই ফিচারটি এতটাই কার্যকরী হবে যে, কখনো কোনো অ্যাপ যদি প্রতারণা এবং অপব্যবহারের কোনো উদ্দেশ্যে কাজ করা শুরু করে, তাহলে তাৎক্ষণিক গুগলের ‘লাইভ থ্রেট’ তা শনাক্ত করবে। গুগল প্লে প্রোটেক্টের অন-ডিভাইস এআই ফিচার ব্যবহার করে এই ‘লাইভ থ্রেট’ শনাক্ত করা সম্ভব হবে। তাছাড়া যে কোনো অ্যাপের সন্দেহজনক কোনো কিছু পেলেই তা সরাসরি গুগলকে জানিয়ে দেবে প্লে প্রোটেক্ট এবং ব্যবহারকারীকেও সঙ্গে সঙ্গেই সতর্ক করা হবে।

স্মার্টফোনের কোনো অ্যাপ যদি পরবর্তীতে মডিফাই করা হয় বা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, তবে ঝুঁকিপূর্ণ যে কোনো কিছু শনাক্ত এবং যে কোনো আক্রমণ থেকে ‍ডিভাইসকে প্রতিরোধের জন্য কার্যকরী পদক্ষেপ দেবে গুগল।

গুগল পিক্সেল, অনর, লেনোভো, নাথিং, ওয়ানপ্লাস, অপো এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের শেষের দিকে তাদের স্মার্টফোনে এই ফিচার সেট-আপ করবে বলে জানা যায়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন