রিলস ফিডে আসছে ‘ফ্রেন্ড বাবলস’, এআইচালিত স্মার্ট সাজেশন ও নতুন ভিডিও সাজানোর অ্যালগরিদম—ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরো ব্যক্তিগত ও প্রাণবন্ত

ইনস্টাগ্রাম ধাঁচে বদলাচ্ছে ফেসবুক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পঠিত হয়েছে

ফেসবুক

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

ফেসবুক আবারও বড় পরিবর্তনের পথে। এবার রিলস ফিডে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও ব্যক্তিগত করে তুলবে বলে জানিয়েছে মেটা। নতুন আপডেটে সবচেয়ে আলোচিত বিষয় হলো – ‘ফ্রেন্ড বাবলস’, এআই-নির্ভর সাজেশন সিস্টেম এবং সময়োপযোগী কনটেন্ট অ্যালগরিদম।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেটার মতে, এই পরিবর্তনগুলো শুধু ভিডিও দেখা বা রিলস ব্যবহারের ক্ষেত্রেই নয়, বরং ফেসবুককে আবার বন্ধুদের সংযোগ ও বাস্তব জীবনের সম্পর্কের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করবে।

আরো বেশি নতুন ভিডিও

ফেসবুকের নতুন অ্যালগরিদম এখন রিলস ফিডে দেখাবে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি নতুন ও সাম্প্রতিক ভিডিও। এতে ব্যবহারকারীরা প্রতিবার অ্যাপে ঢুকলেই নতুন কিছু পাবেন দেখার জন্য।

এআই বুঝবে আপনার পছন্দ

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ধারণ করবে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। এটি ব্যবহারকারীর আগ্রহ, লাইক, স্কিপ ও ওয়াচ টাইম বিশ্লেষণ করে সাজাবে সাজেশন। ফলে অচেনা বা অপ্রাসঙ্গিক ভিডিও কম দেখা যাবে।

নতুন ইউজার ইন্টারফেস

রিলসের নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে ‘Not Interested’ বোতাম, যার মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন কোন ভিডিও তারা দেখতে চান না। সেই সঙ্গে ভিডিও সেভ ও নিজস্ব কালেকশন তৈরির সুযোগও থাকছে।

সব মিলিয়ে রিলসের চেহারা এখন আরও পরিপাটি, আধুনিক ও ব্যবহারবান্ধব।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে কনটেন্ট

নতুন সিস্টেম এখন বেশি গুরুত্ব দেবে ‘এই মুহূর্তে কী ঘটছে’ বিষয়টিতে। অর্থাৎ সাম্প্রতিক ট্রেন্ড, ভাইরাল ঘটনা বা আলোচিত ইস্যুগুলোর ভিডিও রিলস ফিডে বেশি দেখা যাবে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এআই-চালিত সার্চ সাজেশন

টিকটকের মতোই ফেসবুক রিলসেও এখন ভিডিওর নিচে দেখা যাবে কিওয়ার্ড ট্যাগ, যা ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত। এতে দর্শকরা সহজেই সম্পর্কিত অন্য ভিডিও খুঁজে পাবে, ফলে সার্চ অভিজ্ঞতা হবে আরও স্মার্ট।

এআই কনটেন্টেও নতুন গুরুত্ব

মেটার প্রোডাক্ট প্রধান জগজিৎ চাওলা জানিয়েছেন, ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী এখন ফেসবুক এআই-তৈরি ভিডিওকেও সাধারণ কনটেন্টের মতো গুরুত্ব দেবে। যেমন-OpenAI-এর Sora বা Midjourney দিয়ে বানানো ভিডিওগুলোও রিলসে সমানভাবে প্রদর্শিত হবে।

তবে যারা এআই কনটেন্টে আগ্রহী নন, তাদের ক্ষেত্রে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে কম দেখানো হবে।

ব্যবহারকারীর প্রতিক্রিয়াই মূল

মেটার নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া যেমন-স্কিপ, ‘না পছন্দ করা’, বা দ্রুত স্ক্রল-এসব তথ্যও বিশ্লেষণ করবে। এতে করে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর কনটেন্ট দ্রুত বাদ দেওয়া সম্ভব হবে।

ফেসবুকের লক্ষ্য: সামাজিক সংযোগ ফিরিয়ে আনা

মেটা জানায়, এই আপডেটের মূল উদ্দেশ্য শুধু ভিডিও ভিউ বাড়ানো নয়; বরং মানুষকে আবার একে অপরের সঙ্গে সংযুক্ত করা।

তাদের আশা, নতুন পরিবর্তনের ফলে ফেসবুক আবারও হয়ে উঠবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও আনন্দ ভাগাভাগির সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা।

মেটা সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আপডেট বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু করা হবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

রিলস ফিডে আসছে ‘ফ্রেন্ড বাবলস’, এআইচালিত স্মার্ট সাজেশন ও নতুন ভিডিও সাজানোর অ্যালগরিদম—ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরো ব্যক্তিগত ও প্রাণবন্ত

ইনস্টাগ্রাম ধাঁচে বদলাচ্ছে ফেসবুক

প্রকাশ: ০৩:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

🌍 মহিলা বিশ্বকাপ ২০২৫ 🏆

⏳ সময় গণনা চলছে...

ফেসবুক আবারও বড় পরিবর্তনের পথে। এবার রিলস ফিডে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও ব্যক্তিগত করে তুলবে বলে জানিয়েছে মেটা। নতুন আপডেটে সবচেয়ে আলোচিত বিষয় হলো – ‘ফ্রেন্ড বাবলস’, এআই-নির্ভর সাজেশন সিস্টেম এবং সময়োপযোগী কনটেন্ট অ্যালগরিদম।

Thank you for reading this post, don't forget to subscribe!

মেটার মতে, এই পরিবর্তনগুলো শুধু ভিডিও দেখা বা রিলস ব্যবহারের ক্ষেত্রেই নয়, বরং ফেসবুককে আবার বন্ধুদের সংযোগ ও বাস্তব জীবনের সম্পর্কের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করবে।

আরো বেশি নতুন ভিডিও

ফেসবুকের নতুন অ্যালগরিদম এখন রিলস ফিডে দেখাবে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি নতুন ও সাম্প্রতিক ভিডিও। এতে ব্যবহারকারীরা প্রতিবার অ্যাপে ঢুকলেই নতুন কিছু পাবেন দেখার জন্য।

এআই বুঝবে আপনার পছন্দ

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ধারণ করবে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। এটি ব্যবহারকারীর আগ্রহ, লাইক, স্কিপ ও ওয়াচ টাইম বিশ্লেষণ করে সাজাবে সাজেশন। ফলে অচেনা বা অপ্রাসঙ্গিক ভিডিও কম দেখা যাবে।

নতুন ইউজার ইন্টারফেস

রিলসের নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে ‘Not Interested’ বোতাম, যার মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন কোন ভিডিও তারা দেখতে চান না। সেই সঙ্গে ভিডিও সেভ ও নিজস্ব কালেকশন তৈরির সুযোগও থাকছে।

সব মিলিয়ে রিলসের চেহারা এখন আরও পরিপাটি, আধুনিক ও ব্যবহারবান্ধব।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে কনটেন্ট

নতুন সিস্টেম এখন বেশি গুরুত্ব দেবে ‘এই মুহূর্তে কী ঘটছে’ বিষয়টিতে। অর্থাৎ সাম্প্রতিক ট্রেন্ড, ভাইরাল ঘটনা বা আলোচিত ইস্যুগুলোর ভিডিও রিলস ফিডে বেশি দেখা যাবে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এআই-চালিত সার্চ সাজেশন

টিকটকের মতোই ফেসবুক রিলসেও এখন ভিডিওর নিচে দেখা যাবে কিওয়ার্ড ট্যাগ, যা ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত। এতে দর্শকরা সহজেই সম্পর্কিত অন্য ভিডিও খুঁজে পাবে, ফলে সার্চ অভিজ্ঞতা হবে আরও স্মার্ট।

এআই কনটেন্টেও নতুন গুরুত্ব

মেটার প্রোডাক্ট প্রধান জগজিৎ চাওলা জানিয়েছেন, ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী এখন ফেসবুক এআই-তৈরি ভিডিওকেও সাধারণ কনটেন্টের মতো গুরুত্ব দেবে। যেমন-OpenAI-এর Sora বা Midjourney দিয়ে বানানো ভিডিওগুলোও রিলসে সমানভাবে প্রদর্শিত হবে।

তবে যারা এআই কনটেন্টে আগ্রহী নন, তাদের ক্ষেত্রে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে কম দেখানো হবে।

ব্যবহারকারীর প্রতিক্রিয়াই মূল

মেটার নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া যেমন-স্কিপ, ‘না পছন্দ করা’, বা দ্রুত স্ক্রল-এসব তথ্যও বিশ্লেষণ করবে। এতে করে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর কনটেন্ট দ্রুত বাদ দেওয়া সম্ভব হবে।

ফেসবুকের লক্ষ্য: সামাজিক সংযোগ ফিরিয়ে আনা

মেটা জানায়, এই আপডেটের মূল উদ্দেশ্য শুধু ভিডিও ভিউ বাড়ানো নয়; বরং মানুষকে আবার একে অপরের সঙ্গে সংযুক্ত করা।

তাদের আশা, নতুন পরিবর্তনের ফলে ফেসবুক আবারও হয়ে উঠবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও আনন্দ ভাগাভাগির সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা।

মেটা সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই আপডেট বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু করা হবে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন