পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন যাত্রী। আহত হয়েছেন আরো ২৯ জন। দেশটির পূর্বাঞ্চলে দিরে দাওয়া–দেউয়েল রেলপথে এ দুর্ঘটনা ঘটে সোমবার গভীর রাতে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার দিনগত রাত ২টার দিকে যাত্রীবাহী ট্রেনটি দিরে দাওয়া শহরের পথে রওনা হয়। পথে হঠাৎ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে পড়ে গেলে তা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি জিবুতির সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত দেউয়েল শহরের নিকটে। উদ্ধার তৎপরতায় স্থানীয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছে।
ডায়ার টিভি-এর ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের একাধিক বগি উল্টে আছে এবং কিছু বগি একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা না গেলেও রেলপথে ত্রুটি বা অতিরিক্ত গতি-উভয়কেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে তদন্ত দল।
ইথিওপিয়ায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা খুবই বিরল। তবে ইতিহাস বলছে, ১৯৮৫ সালে দেশটিতে জিবুতি থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী এক ট্রেন দুর্ঘটনায় ৪০০ জনেরও বেশি নিহত এবং ৫০০ জন আহত হয়েছিলেন-যা এখনও ইথিওপিয়ার সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে স্মরণ করা হয়।
বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও আহতদের চিকিৎসা ও দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে ইথিওপিয়ার রেল কর্তৃপক্ষ।
দৈনিক টার্গেট 
























