কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী ‘দেখলেই মারধর’ আতঙ্কে বাংলাদেশীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২০৫ বার পঠিত হয়েছে

মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্বের জেরে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী দেখলেই করা হচ্ছে মারধর করছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। এতে পাকিস্তানের চার শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে নিজ দেশের শিক্ষার্থীদের নিহতের বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তানি দূতাবাস। চরম বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। আতঙ্কে আছেন এক হাজারের বেশি বাংলাদেশী ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিদেশি শিক্ষার্থীদের ওপর শুরু হয় স্থানীয়দের হামলা। এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ছাত্রদের করা হচ্ছে মারধর। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিশেষ করে, যারা দেশটির রাজধানী বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

ভারতীয় গণমাধ্যম নিউজ নাইনের প্রতিবেদনে দাবি করা হয়, কিরগিজস্তানে দুর্বৃত্তদের হামলায় নিহত চারজন পাকিস্তানি। যদিও বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাস। প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থীর আহত হয়েছেন বলে জানানো হয়। তবে হামলার ঘটনায় দূতাবাসের কাছে বার বার সাহায্য চাওয়া হলেও কোনও সাড়া পাওয়ার যায়নি বলে অভিযোগ পাকিস্তানি শিক্ষার্থীদের।

একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিরগিজস্তানে পড়াশোনা করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ অবস্থায় নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কভাবে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী ‘দেখলেই মারধর’ আতঙ্কে বাংলাদেশীরা

প্রকাশ: ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্বের জেরে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী দেখলেই করা হচ্ছে মারধর করছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। এতে পাকিস্তানের চার শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে নিজ দেশের শিক্ষার্থীদের নিহতের বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তানি দূতাবাস। চরম বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। আতঙ্কে আছেন এক হাজারের বেশি বাংলাদেশী ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিদেশি শিক্ষার্থীদের ওপর শুরু হয় স্থানীয়দের হামলা। এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ছাত্রদের করা হচ্ছে মারধর। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিশেষ করে, যারা দেশটির রাজধানী বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

ভারতীয় গণমাধ্যম নিউজ নাইনের প্রতিবেদনে দাবি করা হয়, কিরগিজস্তানে দুর্বৃত্তদের হামলায় নিহত চারজন পাকিস্তানি। যদিও বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাস। প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থীর আহত হয়েছেন বলে জানানো হয়। তবে হামলার ঘটনায় দূতাবাসের কাছে বার বার সাহায্য চাওয়া হলেও কোনও সাড়া পাওয়ার যায়নি বলে অভিযোগ পাকিস্তানি শিক্ষার্থীদের।

একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিরগিজস্তানে পড়াশোনা করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ অবস্থায় নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কভাবে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন