ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) ভোরে কোতয়ালী থানাধীন দু’টি ভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কবির হোসেন (৪৫) ও মোঃ সাইদুল সরদার (৩৮)।
Thank you for reading this post, don't forget to subscribe!র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আভিযানিক দল কোতয়ালী থানার মমিনখার হাট এলাকা ও জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গীতে পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সকাল আনুমানিক ০৭:২৫ ঘটিকার সময় মমিনখার হাট এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুস ছাত্তারের পুত্র ও নুরু মন্ডলের ডাঙ্গী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং- ৬৮(০৪)২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) অনুযায়ী বিচারকৃত মামলায় সাজা রয়েছে।
এর প্রায় ৩০ মিনিট পরে পরিচালিত দ্বিতীয় অভিযানে সকাল আনুমানিক ০৭:৫৫ ঘটনিকার সময় জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে একই মামলার অপর সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল সরদারকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আঃ করিম সরদারের পুত্র এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করেছে যে, তারা আদালতের রায় কার্যকর হওয়ায় ওয়ারেন্ট ইস্যুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। তাদের অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানে আটক করা হয়েছে। গ্রেফতারের পর আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, মাদকবিরোধী কার্যক্রমে র্যাবের অভিযান সবসময়ই চলমান। সমাজকে মাদকমুক্ত করতে র্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।
মাদক নির্মূলে র্যাবের এ ধারাবাহিক সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
জেসমিন আক্তার রোদেলা 
























